হুমকি, বয়কট, মায়ের চোখের জল, সলমনের নামে মুখ খোলার মাশুল! একঘরে করে দিয়েছিলেন তাঁকে 

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সালটা ছিল ২০০৩। বলিউডের এক সময়ের উঠতি তারকা বিবেক ওবেরয় সাংবাদিক বৈঠক ডেকে যখন সলমন খানের নামে সরাসরি হুমকির অভিযোগ আনলেন, তখন চমকে উঠেছিল গোটা ইন্ডাস্ট্রি। জানা যায়, সেই সময়ে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে সম্পর্কে থাকার কারণেই সলমন নাকি তাঁকে অনবরত হুমকি দিচ্ছিলেন। একটি সাংবাদিক বৈঠকের সাহসী পদক্ষেপই এক লহমায় জীবন বদলে দিয়েছিল বিবেকের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা মুখ খুলেছেন সেই সময়কার কঠিন অধ্যায় নিয়ে। আজ সেই অতীতকে তিনি হেসে উড়িয়ে দেন বটে, কিন্তু একটি কষ্ট আজও বিবেকের হৃদয়ে সযত্নে রাখা। অভিনেতা জানিয়েছেন, নিজের জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলো হয়তো ভুলে যাওয়া যায়, কিন্তু তার জন্য বাবা-মায়ের চোখের জল এবং তাঁদের কষ্ট ভোলা খুব কঠিন ছিল। বিশেষ করে, মায়ের অভিব্যক্তি আজও ভুলতে পারেননি।

শুধু বিবেক একাই নন, তাঁর পরিবারকেও সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। অভিনেতা জানিয়েছেন, “একটা সময় এসেছিল যখন সবাই আমাকে বয়কট করেছিল। বহু ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়। আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না। শুধু তাই নয়, বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো।” একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল, আর অন্যদিকে পরিবারকে সইতে হচ্ছিল মানসিক চাপ ও হুমকি। হামেশাই ফোন আসত, কিন্তু কাজের নয়— হুমকির।

ব্যক্তিগত জীবনেও বিপর্যয় নেমে এসেছিল সেই সময়। অভিনেতা এতটাই ভেঙে পড়েছিলেন যে, অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তিনি জানিয়েছেন, “খুব ভেঙে পড়েছিলাম। আর পাঁচ জনের মতো আমিও মায়ের কাছে গিয়ে খুব কেঁদেছিলাম।” মায়ের কাছেই তিনি পেয়েছিলেন সেই কঠিন সময়ে দাঁড়িয়ে থাকার শক্তি।

কঠিন সময়ের সঙ্গে লড়াই করে আবারও অভিনয়ে ফিরেছেন বিবেক ওবেরয়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘মস্তি ৪’ ছবিতে। অতীতের সব ঝড় পেরিয়ে অভিনেতা এখন জীবনে এগিয়ে চলেছেন সাফল্যের পথে এমনটাই দাবি বিবেকের। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed