জুবিন গর্গের মৃত্যু তদন্তে বড় পদক্ষেপ, গ্রেপ্তার আয়োজক শ্যামকানু মহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অসমের অন্যতম প্রিয় শিল্পী, সুরকার-অভিনেতা জুবিন গর্গ-এর মৃত্যু-ধাঁধা যেন কিছুতেই কাটতে চাইছে না। গত মাসের ১৯ তারিখ সিঙ্গাপুরে ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়ে সাগরের জলে ডুবে তাঁর অকাল প্রয়াণ হয়। এই ঘটনায় শুরু থেকেই গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছিল অসম। গোটা রাজ্যে ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয়, যার মধ্যে একটি ছিল জুবিনবাবুর পরিবারের তরফে। সেই সব অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসেছে অসম পুলিশ।

অবশেষে এই ঘটনার নাটকীয় মোড়। বুধবার গুরগাঁওয়ের এক ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা-কে। অন্যদিকে, সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর হাতে ধরা পড়েন ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত। দু’জনকেই গুয়াহাটিতে নিয়ে এসে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। আদালত তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
প্রশ্ন উঠছে, কেন এই গ্রেফতারি? জুবিনের দীর্ঘদিনের এপিলেপসি বা মৃগীরোগের সমস্যা ছিল, যার জন্য চিকিৎসকরা তাঁকে জল ও আগুন থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। অথচ অভিযোগ, শ্যামকানু মহন্ত তাঁর অসুস্থতার কথা জানা সত্ত্বেও তাঁকে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য চাপ দেন এবং সেখানে তাঁর যথাযথ দেখভাল করা হয়নি। অন্যদিকে, সিঙ্গাপুরের এনআরআইদের আয়োজিত ইয়ট ট্রিপের সময় যখন জুবিনবাবু লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কাটছিলেন, তখন তাঁর মৃগীরোগের আরও একটি আক্রমণ হয়েছিল বলে জানা যায়। সেই সময় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা সেখানেই উপস্থিত ছিলেন। জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে বড় কোনো গাফিলতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় ফৌজদারি ষড়যন্ত্র, অনিচ্ছাকৃত খুন এবং অবহেলার মাধ্যমে মৃত্যুর মামলা দায়ের করেছে সিআইডি।
যদিও সিঙ্গাপুর কর্তৃপক্ষ পোস্ট-মর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে ‘ডুবে যাওয়া’র কথা জানালেও, সেই রিপোর্টের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। জনগণের দাবির মুখে গুয়াহাটিতেও গত ২৩ সেপ্টেম্বর আরও একবার ময়নাতদন্ত করা হয়েছে। সেই রিপোর্টও পুলিশের হাতে আসেনি। অন্যদিকে আর্থিক দুর্নীতির অভিযোগেও আলাদা মামলা হয়েছে আয়োজক শ্যামকানুর বিরুদ্ধে।