বৃষ্টির মন খারাপ? সে তো আকাশের! মা দুর্গার বিদায়বেলার সুর তখনও কাটেনি। আর সেই রেশ ধরে রাখার জন্যই ৫ই অক্টোবর, রবিবারের বিকেলে রেড রোডে আয়োজিত হল দুর্গাপুজো কার্নিভাল ২০২৫।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব উদ্যোগ এ বছর নবম বর্ষে পা দিল।এ বারের কার্নিভাল যেন সব রেকর্ড ভেঙে দিল! ২০১৬ সালে যাত্রা শুরু, আর এবছর ১১৩টি পুরস্কারপ্রাপ্ত পুজো কমিটি অংশ নিল এই বর্ণাঢ্য শোভাযাত্রায়, যা কিনা গত বছরের (২০২৪ সালে ছিল ৮৯টি) সংখ্যাকে বহু পিছনে ফেলে দিয়েছে।ফোর্ট উইলিয়াম থেকে আকাশবাণী ভবন পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথে প্রতিমা আর শিল্পকলার ঝলক! প্রতিটি ট্যাবেলোতে সেজে উঠেছে মণ্ডপের থিম আর সমাজের নানা বার্তা।কার্নিভালের মঞ্চে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গেই ছিল টলিউডের চাঁদের হাট। অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যকে দেখা গেল নাচের ছন্দে শোভাযাত্রায় মিশে যেতে।জুন মালিয়া, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য, এবং সৌমিতৃষা কুণ্ডু, ভরত কল, রিমঝিম মিত্র সহ আরও বহু পরিচিত মুখ উৎসবের মেজাজকে আরও জমিয়ে দিলেন।ভিড়ের মাঝে সবার সঙ্গে ডান্ডিয়াও খেললেন তিনি। ছোটরাও একাধিক ক্লাবের হয়ে নেচেছে।সবচেয়ে মনে রাখার মতো মুহূর্ত এল যখন এক মহিলা ঢাকী মাথার উপর একাধিক ঢাক নিয়ে নেচে উঠলেন— শক্তি, ছন্দ আর আত্মবিশ্বাসের এক অসাধারণ দৃশ্য!কলকাতা পুলিশের নিখুঁত নিরাপত্তায় দর্শক আর অংশগ্রহণকারীদের বিশাল ভিড়ে উৎসবের ছন্দ কোথাও কাটেনি।বৃষ্টিভেজা রাস্তায় ঢাকের তালে, আলো-ছায়ার মেলায় যেন একটাই বার্তা— পুজো শেষ, কিন্তু আনন্দ এখনও ফুরোয়নি।