উত্তরবঙ্গের বিপর্যয়ে একজোট টলিপাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ত্রাণ তুলবেন দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণারা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শোক আর উৎসব, এ যেন মুদ্রার দুই পিঠ। একদিকে উৎসবের রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রকৃতির রুদ্ররোষে নেমে এসেছে চরম বিপর্যয়। অন্যদিকে, এই সময়েই কটাক্ষের মুখে পড়তে হলো টলিউডকে। প্রিয় শুটিং ডেস্টিনেশন যখন বন্যায় ভাসছে, তখন কেন তারকারা উৎসবে মত্ত— এমন প্রশ্নও তুলেছেন অনেকে। এমনকি দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত থেকে সমালোচনার মুখে পড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

এ বার আর শুধুই বিনোদন নয়, ভরসার হাত বাড়িয়ে দিলেন টলিউডের শিল্পীরা। উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে একজোট হলেন দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণা-সহ গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা ত্রাণ সংগ্রহ করেছেন। এই অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। 

এই কঠিন সময়ে নিজেদের আবেগ স্পষ্ট করে প্রসেনজিৎ তাঁর সমাজমাধ্যমে। তাতে লেখেন, ‘আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’ সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তও সেই পোস্টে সংযোজন করেছেন, ‘উত্তরবঙ্গের মানুষের এই অমানবিক সংগ্রামের সময় আমাদের হৃদয় তাঁদের সঙ্গেই আছে। আমাদের ভূমিগত সাহায্য হয়তো ছোট পদক্ষেপ, কিন্তু সংহতি সীমাহীন ও দৃঢ়। আমরা হয়তো দূরে, কিন্তু মনের দিক থেকে প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গেই রয়েছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।’

দেবও তাঁর সহযোগী দলকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের জন্য ত্রাণ পাঠিয়েছেন। ভিডিয়ো পোস্ট করে দেব লিখেছেন, ‘উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তারা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।’ 

মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র বিশেষ প্রদর্শনীতে দেব এবং প্রসেনজিৎ একসঙ্গে এই ত্রাণের কথা ঘোষণা করেন। দুর্দিনে বাংলার মানুষের পাশে থাকার এই আশ্বাস, এই তাগিদই প্রমাণ করে, দূরত্ব যাই হোক না কেন, বাংলা চলচ্চিত্র জগৎ ও বাংলার মানুষ আসলে একই সুতোয় বাঁধা। এই পোস্ট শেয়ার করে প্রসেনজিৎ-ঋতুপর্ণা স্পষ্ট জানিয়ে দেন, ‘আপনাদের সাহসই আমাদের শক্তি জোগায়।’

অভিনেত্রী রুক্মিণী মৈত্রও উত্তরবঙ্গের কথা মাথায় রেখে একদিন আগেই তাঁর পরবর্তী ছবির টিজার লঞ্চ বাতিল করেছিলেন। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *