সপরিবারে দুবাই ‘রঘুডাকাত’! কিন্তু দেবের সফরসঙ্গী নন কেন রুক্মিনী, প্রশ্ন অনুরাগীদের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রাজ করা শুরু করল ‘রঘুডাকাত’। আন্তর্জাতিক প্রিমিয়ারে মাতিয়ে দিলেন সুপারস্টার দেব। সপরিবারেই দুবাই গেছেন ‘রঘুডাকাত’। দেবের সঙ্গে রয়েছেন মা-বাবা এবং বোন। সমাজ মাধ্যমে সেই ছবি ভাগ করে নিতে দেখা যায় অভিনেতাকে। দেব যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, বিমান সংস্থার তরফেই দেওয়া হয়েছে ‘ওয়েলকাম ডেসার্ট’। যেখানে লেখা, ‘তোমায় স্বাগত দেব। স্বাগত রঘু ডাকাত।’ ছবিতে মা বোনের সাথেও বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন দেব। তবে অনুরাগীদের মনে এই যাত্রা ও ছবি নিয়ে কৌতূহল বেড়েছে। কারণ, দেবের এই সফরে সঙ্গী হননি রুক্মিনী। ‘ধূমকেতু’ মুক্তির সময়ও সঙ্গে ছিলেন নায়িকা। তবে ‘রঘু ডাকাত’-এর প্রচারে এক ঝলকও দেখা মেলেনি রুক্মিনীর।

টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি হলেন সাংসদ তথা অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নিজেদের সম্পর্কের কথা কখনও গোপন রাখেননি তাঁরা। যদিও কবে বিয়ের পিঁড়িতে বসছেন সে বিষয়েও খুব একটা মুখ খুলতে দেখা যায় না এই জুটিকে। এরমধ্যেই টলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে হাঁটছেন দেব ও রুক্মিণী মৈত্র। কিন্তু এরপরও তাদের একসঙ্গে একমঞ্চে দেখা যায়। যা দেখে স্বস্তি পেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু সফরে একসঙ্গে না দেখতে পেয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও অনেকে বলছেন, এই মুহূর্তে ‘হাটি হাটি পা পা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত রুক্মিণী, তাই হয়তো দেবের সঙ্গে বিদেশ সফরে যেতে পারেননি তিনি।


এই পুজোয় চার-চারটে ছবি মুক্তি পেয়েছে। তারমধ্যে রক্তবীজ আর রঘুডাকাতের লড়াই নেটিজেনদের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবশ্য ভাল পারফর্ম করেছে বাকি দুই ছবি ‘দেবী চৌধুরানি’ ও ‘যত কাণ্ড কলকাতাতে’ও। তবে রঘুডাকাত এখন আর শুধু বাংলা বা দেশ নয়, বিদেশেও তাক লাগাতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *