থাইল্যান্ডে গিয়ে আচমকা সমুদ্র ঝড়ে টলি অভিনেত্রী রুকমা, কোনওক্রমে বেঁচে ফিরলেন  

0



স্কুবা ডাইভিংয়ের অ্যাডভেঞ্চার করতে গিয়ে চিরকালের মতো হারিয়ে যান অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সামুদ্রিক অ্যাডভেঞ্চার করতে গিয়ে এ বার বড় বিপদ থেকে রক্ষা পেলেন বাংলার টেলিভিশনের চেনা মুখ অভিনেত্রী রুকমা রায়। ঘুরতে ভীষণ ভালোবাসেন। অক্টোবরেই গিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানেই সমুদ্রে বোটে ঘুরতে গিয়ে চরম বিপদের মধ্যে পড়ে যান তিনি। তা নিয়ে সমাজ মাধ্যমে ভিডিয়োও পোস্ট করেন টলি অভিনেত্রী। তাতে দেখা যায়, তিনি থাইল্যান্ডের ক্রাবি দ্বীপের একটি সমুদ্রে বোটের মধ্যে রয়েছেন। হঠাৎই সমুদ্রে ঝড় ওঠে, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে বোটের ওপর, ভয়ঙ্কর দুর্যোগ, সমুদ্রের ভয়াল গর্জনে রীতিমতো ভয় পেয়ে যান রুকমা সহ আরও যাঁরা ওই বোটে ছিলেন। তবে বিপদ হয়নি কারোরই। কিছুক্ষণের মধ্যেই সেই ঝড় থেমে গেলে নিরাপদেই তাঁরা ফিরে আসতে পেরেছেন।
কিরণমালা, লালকুঠি, দেশের মাটি, রুপ সাগরে মনের মানুষ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন রুকমা রায়। অভিনয় করেছেন নষ্টনীড়, রক্তকরবী সহ একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজেও। ধারাবাহিক থেকে সিরিজ সব মাধ্যমেই তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। তবে মাঝে দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরেই ছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়ে আসেন রুকমা। তবে সব কিছুর মাঝেই সমাজ মাধ্যমে সমানভাবে সক্রিয় থাকেন রুকমা রায়। সেখানেই বেড়ানোর নানা মুহূর্ত শেয়ার করেন তিনি। দীপাবলি-ভাইফোঁটা শেষে কলকাতায় বসেই সেই ভিডিয়ো এতদিনে প্রকাশ করেন রুকমা। যা দেখে আতঙ্কিত হয়েছেন অনুরাগীরা, সেইসঙ্গে রুকমা নিরাপদে ফিরে আসায় স্বস্তিও প্রকাশ করেন। বরাবরই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। সম্প্রতি টেলিভিশনে ফিরেছেন ধারাবাহিক ‘এসআইটি বেঙ্গল’-এর হাত ধরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *