দু’এক দিনের মধ্যে এশিয়া কাপ ট্রফি না এলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বিসিসিআইয়ের

0


এশিয়া কাপে ট্রফি জিতেছে ভারত, কিন্তু রেখে দিয়েছে পাকিস্তান। যে দল তিন জিনবার এই টুর্নামেন্টেই হেরেছে ভারতের কাছে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পিসিবির চেয়ারম্যানও, তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। এরপর থেকেই ট্রফি ঢোকেনি ভারতে।তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার আশা, আগামী এক-দুই দিনের মধ্যে ট্রফি পেয়ে যাবেন। আর না পেলে? তাহলে বোর্ডের ভাবা রয়েছে অন্য ব্যবস্থাও।
ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হলেও ভারতের হাতে ট্রফি দেওয়া হয়নি। নাকভি কিছুতেই অন্য কারও হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি। সূর্যকুমাররাও নিজের অবস্থানে অনড় ছিল। ফলে প্রায় এক মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি।
এরমধ্যে মেল-পাল্টা মেল হুমকির আকারেই দু’পক্ষের হয়েছে। তবু বরফ গলেনি। বোর্ড সচিব সাইকিয়া বলেছেন, ‘এক মাস কেটে গিয়েছে। এখনও আমাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। বিষয়টা নিয়ে আমরা বিরক্ত ও অসন্তুষ্ট। এটা নিয়ে বহুবার বলা হয়েছে। ১০ দিন আগেও এসিসি’র চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছিল। তারপরেও বিষয়টার সমাধান হয়নি। এখনও নিজেদের হেফাজতেই ট্রফি রেখে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আশা করি এক–দু’দিনের মধ্যে মুম্বইয়ে বিসিসিআই দফতরে ট্রফি চলে আসবে।’ যদি তা না হয় এবং আগের মতোই অচলাবস্থা বজায় থাকে, তাহলে আগামী মঙ্গলবার আইসিসির সভায় বিষয়টি উত্থাপন করবে বিসিসিআই। সেই হুঁশিয়ারিও দিয়ে বোর্ড সচিব জানান, ৪ নভেম্বর আইসিসির বৈঠকে বিষয়টি জানানো হবে। তিনি বলেন, ‘বিষয়টা কী ভাবে সামলানো হবে সে ব্যাপারে আমরা পুরোপুরি তৈরি। জনগণকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই। কবে আসবে সেটা বলতে পারব না তবে কোনো এক দিন সেটা আসবেই। আমরা পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি। ট্রফি জিতেছি। সব হিসাব রয়েছে। শুধু ট্রফিটাই মিলছে না। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *