গুয়াহাটি টেস্টে ডাকা হল নীতীশকে, শুভমনকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত, ইডেনে চলল অনুশীলন

0

ভারতীয় স্কোয়াডে ডাকা হল নীতীশ কুমার রেড্ডিকে। তাতেই শুভমন গিলকে যেন না পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। ইডেনে ঘাড়ের ব্যাথায় কাবু হয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে। পুরো টেস্ট খেলতেও পারেননি। ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। জানা গেছে, ইন্টার স্পাইনাস লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন গিল। ইডেন টেস্টের আগে  ভারতীয় শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। তাঁকেই ফের গুয়াহাটি টেস্টের জন্য ডাকা হল। শুভমন দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা তা পরবর্তী মেডিকেল স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে। প্রয়োজনে গিলকে সম্পূর্ণ বিশ্রাম এবং সুস্থতার সময় দেওয়া হবে। গিল সময়মতো সেরে না উঠলে যে গুয়াহাটি টেস্টে তাঁর পরিবর্ত হিসেবে রেড্ডিকেই দেখা যেতে পারে।


তবে ইডেনে ভরাডুবির পর গুয়াহাটি টেস্টের জন্য কোনও ফাঁক রাখতে চাইছেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।দ্বিতীয় টেস্টের প্রস্তুতি মঙ্গলবার সকালে ইডেন থেকেই শুরু করল ভারতীয় দল। সকালে হল অপশনাল ট্রেনিং।সেখানে উপস্থিত ছিলেন ৬ ক্রিকেটার। ছিলেন রবীন্দ্র জাদেজা, আকাশদীপ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দররা। অনুশীলনে দেখা গেল সাই সুদর্শন ও দেবদত্ত পাডিক্কলকে৷শুভমন গিল বাদ পড়েন, তাহলে জায়গা নেওয়ার জন্য সাই সুদর্শন এবং দেবদত্ত পাডিক্কল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে।


ব্যাটার শুভমনের পরিবর্ত পাওয়া গেলেও, প্রশ্ন হচ্ছে, গুয়াহাটি টেস্টে গিলের পরিবর্তে কাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে। সূত্রের খবর, এরমধ্যে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে। যা তাঁর কাছেও বড় সুযোগ। তবে এখনও কয়েকদিন বাকি রয়েছে। এরমধ্যে শুভমন গিল আদৌ খেলতে পারবেন কিনা, তা স্পষ্ট হয়ে যাবে। তবে পরিস্থিতি যা, তাতে শুভমন গিলের মাঠে ফেরা কঠিনই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed