লজ্জা! ২২ বছর পর বাংলাদেশের কাছেও ফুটবলে হেরে গেল ভারত
ক্লাব ফুটবল থেকে জাতীয় ফুটবল! পিকে-চুনী থেকে বাইচুং-সুনীল ছেত্রীদের লড়াই যেন এখন ঘি-এর গন্ধ শোঁকার মতো ব্যাপার। সব অতীত। এখন সব অন্ধকার। এ বার লজ্জায় মুখ ঢাকতেই হল যেন! বাংলাদেশের কাছেও হার। ২২ বছর পর… মঙ্গলবার ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে গেল সুনীল ছেত্রীহীন ভারত। ২০০৩ সালে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আবার।২২ বছর পর আবারও একই মাঠে ভারতকে হারিয়ে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন হামজা-রাকিবরা।
ম্যাচ শেষে উৎসবে মাতেন হামজারা। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। ভারত পেল না সেই দেখা!অথচ ফিফা ক্রম তালিকায় ভারত ১৩৬। আর বাংলাদেশ ১৮৩ নম্বর দেশ।প্রসঙ্গত, যোগ্যতা অর্জনকারী পর্বে এই প্রথম কোনও ম্য়াচ জিততে পারল বাংলাদেশ ফুটবল দল। অন্যদিকে, ভারত গত ৫ ম্যাচের মধ্যে একটাতেও জিততে পারেনি। এই হারের ফলে এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার শেষে নেমে গেল টিম ইন্ডিয়া।
দু’দেশের কূটনৈতিক পরিস্থিতিতে দু’দেশের ফুটবল ঘিরে একটা যুদ্ধ-যুদ্ধ আবহ তৈরি হয়েছিল। যদিও দুই দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মাত্র ৪টে ম্যাচ খেলা ১৯ বছরের শেখ মোরসালিন।শেষ পর্যন্ত তার গোলটিই হয়ে থাকে জয় নির্ধারক। শুরু থেকে মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে মহেশ এবং সিনিয়র দলের জার্সিতে অভিষক হওয়া মহম্মদ সানানকে নামানোর পর খেলার গতি খানিকটা বদলায়। রাহুল ভেকে সুযোগও তৈরি করেন। কিন্তু গোল পেয়েছে বাংলাদেশ-ই। ভারতের সম্মান রক্ষার ম্যাচেও ব্যর্থ সন্দেশরা। সুনীলকে ছাড়া যেন এখনও গোল করার কোনও বিকল্পই নেই ভারতে।
দু’দেশের কূটনৈতিক পরিস্থিতিতে দু’দেশের ফুটবল ঘিরে একটা যুদ্ধ-যুদ্ধ আবহ তৈরি হয়েছিল। যদিও দুই দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মাত্র ৪টে ম্যাচ খেলা ১৯ বছরের শেখ মোরসালিন।শেষ পর্যন্ত তার গোলটিই হয়ে থাকে জয় নির্ধারক। শুরু থেকে মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে মহেশ এবং সিনিয়র দলের জার্সিতে অভিষক হওয়া মহম্মদ সানানকে নামানোর পর খেলার গতি খানিকটা বদলায়। রাহুল ভেকে সুযোগও তৈরি করেন। কিন্তু গোল পেয়েছে বাংলাদেশ-ই। ভারতের সম্মান রক্ষার ম্যাচেও ব্যর্থ সন্দেশরা। সুনীলকে ছাড়া যেন এখনও গোল করার কোনও বিকল্পই নেই ভারতে।
