ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বিতর্ক বাড়ছে! ছোটদের বিশ্বকাপে তাই বড় সিদ্ধান্ত নিল আইসিসি
ভারত-পাক কূটনৈতিক অবস্থা যা, তাতে যেন চাঁদের এপিঠ আর ওপিঠ। আন্তর্জাতিক মঞ্চে খেলায় মুখোমুখি হলে তা আর সুষ্ঠভাবে হওয়ার উপায় থাকছে না। দানা বাঁধছে বিতর্ক। ভেটারেন্স ক্রিকেট হোক বা এশিয়া কাপ, সব জায়গাতেই একই অবস্থা। এ বার অনূর্ধ্ব-১৯ পুরুষদের বিশ্বকাপ সূচি ঘোষণা করল আইসিসি। তাতে আর এক গ্রুপেই রাখেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। এই পরিস্থিতিতিতে নকআউট পর্ব ছাড়া ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই। দুই দেশের মধ্যে ২০০৮ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এরপর থেকে আইসিসি’র নানান ইভেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে একই গ্রুপে রাখা একটা ‘প্রথা’ হয়ে দাঁড়িয়েছিল। তাতে আইসিসির কোষাগারও ভরে উঠতো। মনে করা হচ্ছে, বিতর্ক এড়াতেই একই গ্রুপে রাখা হল না ভারত ও পাকিস্তানকে।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের পরে রয়েছে সুপার সিক্স। তার পরে সেমিফাইনাল ও ফাইনাল। সুপার-সিক্স পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যে কোনও পর্যায়ে ভারত-পাক দুই দল মুখোমুখি হতে পারে। ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নামিবিয়া ও জিম্বাবোয়েতে আয়োজিত হবে এই বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেবে, যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতকে রাখা হয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানকে রাখা হয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে রয়েছে আয়োজক জিম্বাবোয়ে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। গ্রুপ সি-তে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। গ্রুপ ডি-তে তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
প্রতিযোগিতা শুরু হবে ১৫ জানুয়ারি ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচ দিয়ে। খেলা হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। সেদিন রয়েছে আরও দুটি ম্যাচ। ভারতের দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ জানুয়ারি ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
