ওডিআইতে নেই শুভমন, কো-রো’দের নেতৃত্বে কেএল রাহুল, ভারতীয় দলে একাধিক বদল
দ্বিতীয় টেস্টের পর এ বার ওডিআই সিরিজ থেকেও ছিটকে গেলেন শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নতুন নেতা হলেন কেএল রাহুল। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁর নেতৃত্বে এক ডজন ওডিআই ম্যাচ খেলেছে ভারতীয় দল। অন্যদিকে দলে নেই শ্রেয়স আইয়ারও। দলে আছেন দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। দলে ফিরেছেন ঋষভ পন্থও। ২০২৪ সালের অগস্ট মাসের পরে এই প্রথম ওডিআই দলে কামব্যাক করলেন ঋষভ পন্থ। তিলক বর্মা এবং রুতুরাজ গায়কোয়াড়কেও ভারতীয় ওয়ানডে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করা রুতুরাজ দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন। শুভমনের জায়গায় এসেছেন তিনি। তিলক প্রথমবারের মতো ওয়ানডে দলে আছেন। গত মাসে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের দলে জায়গা পাননি তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এ বার হয়েছে। এই সিরিজে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছে।স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে জাদেজার পাশাপাশি রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডিকে। পেস বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংয়ের সঙ্গে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজকে। ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৩০ নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ৩ ডিসেম্বর রায়পুরে এবং তৃতীয় ম্যাচটি ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে।
একনজরে ভারতীয় দলের স্কোয়াড
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।
তিলক বর্মা এবং রুতুরাজ গায়কোয়াড়কেও ভারতীয় ওয়ানডে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করা রুতুরাজ দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন। শুভমনের জায়গায় এসেছেন তিনি। তিলক প্রথমবারের মতো ওয়ানডে দলে আছেন। গত মাসে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের দলে জায়গা পাননি তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এ বার হয়েছে। এই সিরিজে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছে।স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে জাদেজার পাশাপাশি রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডিকে। পেস বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংয়ের সঙ্গে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজকে। ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৩০ নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ৩ ডিসেম্বর রায়পুরে এবং তৃতীয় ম্যাচটি ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে।
একনজরে ভারতীয় দলের স্কোয়াড
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।
