মোহনবাগানে বিদায় মোলিনার, ওড়িশা চুক্তি শেষ করতেই লোবেরাকে কোচ করল সবুজ মেরুন

0

বাগানে হাওয়া বদল। এই মরসুমে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট। ফুল ফোটাতে পারেননি হোসে মোলিনা। তাই তাঁকে সরিয়ে নতুন কোচ ঠিক করে ফেলল মোহনবাগান কর্তৃপক্ষ। আইএসএল এ বার এখনও পর্যন্ত অনিশ্চিত। তবে আশ্বাস পাওয়া গেছে আইএসএল হবে। ওড়িশা এফসি ৫ আগস্ট থেকে সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করেছিল।এই পরিস্থিতিতে ওড়িশা এফসি ছেড়েছেন সের্জিও লোবেরা।ওড়িশার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘ওড়িশা এফসি এবং হেডকোচ সের্জিও লোবেরার সম্পর্ক শেষ হয়েছে। উভয়ের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত। কোচ হিসাবে অবদানের জন্য ক্লাবের তরফে ধন্যবাদ।’ এই সুযোগ নষ্ট করেনি মোহনবাগান। আইএসএল জয়ী কোচ মোলিনাকে সরিয়ে নতুন কোচ করা হল সের্জিও লোবেরাকে। বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিং দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হলো মোহনবাগান সুপার জায়ান্টের। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের নিয়ে ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়ছেন তিনি।

ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন এই স্প্যানিশ কোচ। তাঁর ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড এবং লিগ জয়ের অভিজ্ঞতা। রয়েছে বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও। তাঁর এই সাফল্যের কথা মাথায় রেখেই বাকি মরসুমের জন্য সের্জিওর উপর আস্থা রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।

চুক্তিতে সই করার পর এমবিএসজি মিডিয়া টিমকে সের্জিও বলেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’একই সঙ্গে তিনি বলেছেন, ‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’

একই সঙ্গে তিনি বলেছেন, ‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *