সৈয়দ মুস্তাক আলিতে পরপর ২ ম্যাচে জয় বাংলার, ইডেনে রান পেলেন না বৈভব

0

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্বিতীয় ম্যাচেও অনায়াসে জয় তুলে নিল বাংলা। বরোদার পর গুজরাতের বিরুদ্ধেও ৩ উইকেটে জিতল বাংলা।গুজরাত প্রথমে ব্যাট করে ১২৭ রান তোলে। ১৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলা জয়ের রান তুলে নেয়।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। বাংলার বোলারদের কাছে সেভাবে সুবিধেয় আদায় করতে পারেনি গুজরাত। সক্ষম চৌধুরী নেন ৩ উইকেট। সায়ন ঘোষ ও মহম্মদ শামি ২টি করে উইকেট পান। জবাবে অভিমন্যু ৩৪ বলে ৩৪ করেন। শেষের দিকে শাহবাজ আহমেদ ১৭ বলে ১৯ রান করে বাংলার জয় নিশ্চিত করেন।

অন্যদিকে, ইডেনে রানের দেখা পাননি বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাতে হতাশ ক্রিকেট নন্দন কাননের দর্শকরা। এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে মধ্যপ্রদেশের মুখোমুখি হয়েছিল বিহার। মাত্র ১৩ রানে ফেরেন বৈভব। তারমধ্যে রয়েছে ১ ছয় ও ১ চার। এর আগে চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ৪ রানের বেশি করতে পারেননি বৈভব। ম্যাচেও মধ্যপ্রদেশের কাছে হারে বিহার।
অন্যদিকে ঝোড়ো ইনিংস খেলে নজর কাড়লেন পৃথ্বী শ। আইপিএলে দল না পাওয়া ক্রিকেটার ফের ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষপর্যন্ত ৯ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৬৬ রান করেন। মহারাষ্ট্র এই ম্যাচ জিতে যায় ৮ উইকেটে।

অন্যান্য খেলায় ত্রিপুরাকে ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান। সুপার ওভারে পঞ্জাবকে হারিয়েছে হরিয়ানা, রেলওয়েজ ৩২ রানে জেতে কেরালার বিরুদ্ধে, বিহারকে ৬২ রানে হারিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ, বরোদাকে ১৭ রানে হারিয়েছে পদুচেরী, তামিলনাড়ুর বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে দিল্লি, ওড়িশার বিরুদ্ধে ৬৬ রানে জিতেছে আন্ধ্রা প্রদেশ, জম্মু কাশ্মীরকে ১০৯ রানে হারিয়েছে উত্তর প্রদেশ, বিদর্ভের বিরুদ্ধে মুম্বই জয় পেয়েছে ৭ উইকেটে, সার্ভিসেসের বিরুদ্ধে ৮৩ রানে জয় পেয়েছে হিমাচল প্রদেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *