‘চা বানানোর মতোই কোহলি সেঞ্চুরি করেন’ বীরুর প্রশংসা, ওয়ান ডে মাতালেও টেস্টে ফিরবেন না বিরাট
রাঁচিতে বিরাট কোহলির ব্যাট বুঝিয়ে দিয়েছে, তাঁর ২২ গজে নতুন করে কিছু প্রমাণ করার নেই। ১০২ বলে সেঞ্চুরি করা কোহলি ১২০ বলে ১৩৫ রান করে আউট হন। আজ ১১টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন ৭টি। ওয়ানডেতে এটা কোহলির ৫২ তম সেঞ্চুরি, ৩ সংস্করণ মিলিয়ে ৮৩ তম। যে ইনিংস দেখে বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন, ‘‘কোহলি আবারও দেখিয়েছে যে তাঁর জন্য রান করা তত সহজ যতটা সহজে আমরা চা বানাই। কোহলি রেকর্ডের পেছনে ছুটছে না, রেকর্ড কোহলির পেছনে ছুটছে। রানের প্রতি তাঁর খিদে আর আবেগ আজও একই রয়ে গেছে। রাজা রাজাই থাকেন।’’
এই ইনিংসের পর তাঁর অবসরের জল্পনা স্রেফ উড়ে গিয়েছে। একদিনের ক্রিকেটে এখনও যে অনেকদিন বিরাজ করবেন বিরাট, তা প্রমাণিত।ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কটক বলেন, ‘‘আমি কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনো কারণ দেখছি না। যেভাবে পারফর্ম করছে, ফিটনেস বজায় রেখেছে তাতে তাঁকে নিয়ে কোনো প্রশ্ন তোলাই ঠিক না।’’ কিন্তু টেস্ট ছাড়া কী ঠিক হয়েছে তাঁর? ভারতীয় দলের যা শোচনীয় অবস্থা, তাতে অবসর ভেঙে টেস্টের আঙিনায় ফিরতে আবার নাকি অনুরোধ করা হতে পারে বিরাট কোহলিকে, এমন জল্পনাই চলছিল।অবশেষে সেই জল্পনা উড়িয়ে দিলেন খোদ কোহলি।
ম্যাচ জেতানো ইনিংস খেলার পর টেস্টে ফেরা প্রসঙ্গে কোহলি বলেন, ‘‘আমার বয়স এখন ৩৭। রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এভাবেই তো এতদিন খেলে এসেছি। ৩০০টা ওয়ানডে খেলেছি। যদি আপনি খেলাটার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খারাপ ফর্মে থাকলে আপনি আরও সময় নেটে কাটানোর চেষ্টা করবেন। এ ছাড়া মানসিকভাবে প্রস্তুত থাকাটাও দরকার। মোদ্দা কথা হলো, খেলাটাকে আপনি কতটা উপভোগ করতে পারছেন, সেটাই আসল।’’ ‘‘তাহলে কি একটা ফরম্যাটেই খেলে যাবেন’’? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘‘আগামী দিনেও এভাবেই আমাকে দেখা যাবে।ক্রিকেটের একটা ফরম্যাটেই খেলছি আমি।’’
