আর্য-অপর্ণার রোমান্স! নতুন জুটি দেখে কি মন গলল নেটিজেনদের? জীতু পাশে দাঁড়ালেন শিরিনের
“মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার”! বাস্তবের মুখ পাল্টালেও মেগায় দেখা হল আর্য-অপর্ণার। নতুন এপিসোড। নতুন নায়িকা। নানা বিতর্কের পর এই ধারাবাহিকের পথচলা শুরু। আর নতুন নায়িকা শিরিনকে প্রথমদিনই একেবারে রোম্যান্টিক লুকে দেখল দর্শক। দিতিপ্রিয়া এই সিরিয়াল ছেড়ে দেওয়ায়, নতুন নায়িকা হিসেবে আগমন শিরিনের। চ্যানেল কর্তৃপক্ষের তরফে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রোমো সামনে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে আর্য, অপর্ণা আবারও মুখোমুখি হয়েছে। নতুন অপর্ণার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে বেশ সাবলীল জীতু।

ভিডিয়োতে দেখা যাচ্ছে অবশেষে হারিয়ে যাওয়া অপর্ণাকে দেখতে পেল আর্য। এক মন্দিরে গিয়ে এক হল চার চোখ। এক-অপরকে সম্পূর্ণ আবেশে জড়িয়ে ধরে তারা। জীতু কামাল তার নতুন সহ-অভিনেত্রীর সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে বলেন, ‘‘সবার জীবনেরই একটা প্রথম দিন থাকে। প্রত্যেকেরই একটা শুরু থাকে। শিরিন নতুন অভিনেত্রী নয়। অনেক বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিণত থিয়েটার শিল্পী।’’ তবে নতুন নায়িকা শিরিনকে মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ।

এরজন্য সমাজমাধ্যমে ট্রোলও হচ্ছে অনেকের কাছে। জীতুর সঙ্গে শিরিনকে দেখে ‘বাবা-মেয়ে লাগছে’ বলেও মন্তব্য করেছেন একাধিকজন। জীতু সমাজ মাধ্যমে নায়িকার পাশে দাঁড়িয়ে লেখেন, “উৎসাহিত করতে নাই চাইতে পারেন। দয়া করে নিরুৎসাহিত করবেন না। কাজ দেখে বিচার করবেন। আর আপনাকে কেউ যদি এমনিই গালি দিতে বলেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। ওকে আশীর্বাদ করুন। ও অসাধারণ। বিশ্বাস করুন আমায়।” ঝাড়গ্রামের মেয়ে শিরিন, সেখানকার কথাকৃতি নাট্যদলের সদস্যা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর করছেন।
নতুন কাজ শুরুর আগে সমাজমাধ্যমে শিরিন পাল লেখেন, “মা বলেন, পথ দুটো। জনপ্রিয় আর প্রিয়জন। তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে…, আমি জানি দুটোর একটা পথও মসৃণ নয়। তবু, তবুও নতুন করে এক নতুনের পথে হাঁটা শুরু করছি। জানি অনেকের হাত থাকবে মাথার উপর আশীর্বাদ করার জন্য তবুও বলি, পাশে থাকবেন।”

তবে দু’জনকে একসঙ্গে রোমান্টিক সিনে দেখার পর অনেক নেটিজেনই আবার মত পাল্টাচ্ছেন। কেউ লিখেছেন, “এতদিন পরে সিরিয়ালটার প্রাণ ফিরে এল। এতদিন দেখতাম কেমন ছন্নছাড়া ভাব কিন্তু আজ সিরিয়ালটা যেন জীবন্ত হয়ে উঠেছে। অসাধারণ এক্সপ্রেশন, এই না হলে রোমান্স।” আরেকজন লিখেছেন, “দারুণ লাগছে দুজনকে। নতুন অপর্ণার চেহারায় আরও অনেক বেশি সারল্য।”

