‘কান্তারা’ ছবির দৃশ্য অনুকরণে ধর্মীয় ভাবাবেগে আঘাত! বিপাকে পড়ে ক্ষমা চাইলেন রণবীর সিং!
প্রশংসা করতে গিয়েই ধর্মীয় ভাবাবেগে আঘাত! বেজায় বিপাকে পড়েছিলেন রণবীর সিং। শেষপর্যন্ত সমাজ মাধ্যমে ক্ষমাই চেয়ে নিলেন অভিনেতা। গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ‘কান্তারা’ সিনেমা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। রণবীর সিং ‘কান্তারা: চ্যাপ্টার ১’-খ্যাত অভিনেতা ঋষভ শেট্টিকে নিয়ে যে মজা করেছেন, তাই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

অভিযোগ ওঠে, রণবীর ‘কান্তারা’ ছবির চামুণ্ডাদেবী সংক্রান্ত দৃশ্য, হাস্যরসের ভঙ্গিতে অনুকরণ করে, তুলু সম্প্রদায়ের পবিত্র দেবীর অসম্মান করেছেন। তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে সমাজমাধ্যমে লিখেছেন, ‘আমার উদ্দেশ্য ছিল ছবিতে ঋষভ শেট্টির অসাধারণ অভিনয় তুলে ধরা। আমি জানি সেই বিশেষ দৃশ্যটি এডিট করতে কতটা পরিশ্রম করতে হয়েছে। তাঁর অভিনয়ের জন্য আমি তাঁর একজন বিশাল ভক্ত হয়ে উঠেছি। আমি সবসময় আমার দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে গভীর ভাবে সম্মান করি। যদি আমি কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তা হলে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।’
গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন কান্তারা খ্যাত অভিনেতা – পরিচালক ঋষভ।

সেখানে রণবীর ঋষভের প্রশংসাই করেন।ভাইরাল ভিডিয়োতে রণবীর বলেন, ‘আমি প্রেক্ষাগৃহে বসে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ দেখেছি। ঋষভ, তোমার পারফরম্যান্স অসাধারণ। বিশেষ করে যখন পেত্নী (চামুণ্ডা ) তোমার শরীরে ভর করে-ওই শটটা দুর্দান্ত! এরপর তিনি অনুকরণ করে দেখান যেখানে চামুণ্ডা মাতা ঋষভের চরিত্রটির ভিতরে প্রবেশ করে। চোখ কুঁচকে এবং জিভ বের করে, রণবীর এমনভাবে দৃশ্যটার অনুকরণ করেন যা দেখে দর্শকাসনে উপস্থিত ঋষভও চমকে ওঠেন। সেসময়ই হাতের ইশারায় তা করতে বারণও করেন ঋষভ। সেইমুহূর্তে হাসির রোল উঠলেও, ভিডিয়ো ভাইরাল হতে অন্য বার্তা যায়। রণবীরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলে কর্ণাটকের তুলু সম্প্রদায়। কেননা ‘কান্তারা’ সিনেমা মূলত তুলু সম্প্রদায় পূজিত দেবদেবীদের গল্প। ঈশ্বরের অবমাননা বলেও অনেকে সমালোচনা করেন রণবীরের। ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে তাই প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নিলেন ‘ধুরন্ধর’-এর রণবীর। তাঁর এই ছবি ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
