শতরানে নতুন রেকর্ড! ইডেনে জ্বলে উঠলেন বৈভব, হার্দিকের ঝোড়ো ব্যাটিং, বাংলার জয়

0

ইডেনে বারবারই আশাহত হচ্ছিলেন। কিছুতেই ব্যাটে বড় রান আসছিল না। অবশেষে স্বমহিমায় দেখা গেল বৈভব সূর্যবংশীকে। সেঞ্চুরি করলেন বিস্ময় কিশোর, সেইসঙ্গে রেকর্ড বুকেও নাম লেখালেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫৭ বলে শতরান করলেন বৈভব।তিনি শেষপর্যন্ত ৬১ বল খেলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল সাতটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি।সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ঘরোয়া টি২০ ক্রিকেটে শতরান করার রেকর্ডও নিজের করে ফেললেন বিহারের বৈভব। যদিও ম্যাচে বৈভব ছাড়া বিহারের কেউই তেমন জ্বলে উঠতে পারেননি।

প্রথমে ব্যাটিং করে বিহার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান।জবাবে ওপেনার পৃথ্বী শ’র ৩০ বলে বিধ্বংসী ৬৬ রানে ভর করে জয় তুলে নেয় মহারাষ্ট্র। ৭ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় জয়ের বন্দরে। চলতি সৈয়দ মুস্তাক আলিতে এখনও কোনও ম্যাচ জিততে পারেনি বৈভব সূর্যবংশীর বিহার। এর আগের তিন ম্যাচে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বৈভব করেন যথাক্রমে ১৪, ১৩ ও ৫ রান।
এদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ে ফিরল বাংলাও। টস জিতে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশকে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের দল। করণলাল টি২০তে তাঁর কেরিয়ারের প্রথম শতরানে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।৮টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ৫০ বলে সর্বাধিক ১১৩ রান করেন করণ।

অন্যদিকে, চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া। ৪২ বলে ৭৭ রান করে পঞ্জাবের বিরুদ্ধে বরোদাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মারেন ৪টি ছক্কা ও ৭টি চার। যদিও বল হাতে সাফল্য পাননি হার্দিক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *