সম্পর্কে ফাটল নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার! সত্যি জানালেন নায়ক নিজেই

0

অনেক দিন ধরেই নীল ভট্টাচার্য আর তৃণা সাহাকে নিয়ে আলোচনা তুঙ্গে। তাঁদের টালমাটাল সম্পর্ক নিয়ে আগেও আলোচনা হয়েছে। সবটাই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন তারকা দম্পতি। মাঝে একসঙ্গে দেখাও যাচ্ছিল তাঁদের। এখন শোনা যাচ্ছে,  কোনও অনুষ্ঠানে নায়িকা গেলে সেখানে আর নায়ক যাবেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টোটা হয়েছে। শোনা যাচ্ছে এ বার আর একসঙ্গে কোথাও যাবেন না বলে ঠিক করেছেন নায়িকা। তার পরেই নতুন জল্পনার সূত্রপাত।

সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে তাঁদের? এ প্রসঙ্গে তৃণার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি। নীল অন্যান্য দিনের মতো শুটিং করছিলেন ধারাবাহিকের। সেখানেই তাঁকে আডিশনের তরফে এই বিষয়ে প্রশ্ন করা হয়। নায়ক বলেন, “নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও কথা বলতে চাই না। এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।” এই মুহূর্তে নীল ব্যস্ত ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং নিয়ে। অন্য দিকে তৃণাকে দেখা যাচ্ছে ‘পরশুরাম আজকের নায়ক’ কাহিনিতে।

শোনা যায়, বিয়ের কিছু বছর পর থেকেই তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। তাঁরা নাকি একসঙ্গে থাকেনও না। মাঝে কোনও কিছুর প্রশিক্ষণ নিতে কিছু দিন মুম্বইয়েও ছিলেন নীল। সম্প্রতি আলোচনা আরও বাড়ে, কারণ দেখা গিয়েছে ইনস্টাগ্রাম থেকে তারকাদম্পতি পরস্পরকে আনফলো করেছে। তবে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কী? সেই উত্তর অধরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *