বড় বিপদ থেকে রক্ষা! গান গাইতে গাইতেই মঞ্চে পা জড়িয়ে মুখ থুবড়ে পড়েন গায়ক মোহিত চৌহান!
বিপদ কখন আসবে কেউ জানে না! জনপ্রিয় গায়ক মোহিত চৌহান ভোপালের এক অনুষ্ঠানে গান গাইছিলেন। গান গাইতে গাইতে কিছুর ওপর পা পড়তেই, টাল সামলাতে না পেরে মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধারের জন্য আশপাশ থেকে ছুটে আসেন বাকিরা।সাময়িকভাবে থমকে যায় অনুষ্ঠান। চোট গুরুতর নয় দেখে ফের পারফরমেন্স করেন মোহিত।

মধ্যপ্রদেশের ভোপালে এইমসের মঞ্চে ‘রেটিনা ৮.০’ বার্ষিক অনুষ্ঠানে রকস্টারের জনপ্রিয় ট্র্যাক ‘‘নাদান পরিন্দে’’ গাইছিলেন গায়ক, তখনই ঘটে এই দুর্ঘটনা। স্টেজে এগিয়ে যাওয়ার সময় পাশেই থাকা আলোর স্ট্যান্ডের একটি অংশে পা আটকে যায় তাঁর। আর তাতেই ভারসাম্য হারিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ে যান তিনি। ৫৯ বছরের গায়ককে দ্রুত তুলে দাঁড় করানো হয়। প্রাথমিক চিকিৎসা করানো হয়। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যেতে উদ্বিগ্ন হয়ে পড়েন গায়কের ভক্তরা। ভিডিয়োয় দেখা যায়, মোহিত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর গান থেমে গেলেও, দর্শক তখনও উদ্দীপনায় গলা মিলিয়ে গান গেয়ে চলেছেন। এই ঘটনায় দ্রুত তাঁর সুস্থতা কামনা করেন অনুরাগীরা। কিছুদিন আগেই অন্য এক ঘটনায় অকালে চলে যেতে হয়েছে জুবিন গর্গকে।
বছর পাঁচেক আগে কলকাতারই এক অনুষ্ঠানে গান গাইতে এসে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন কেকে, পরে তাঁকেও চিরতরে হারান সঙ্গীতপ্রেমীরা। তাই মোহিতের আচমকা ওভাবে পড়ে যেতে দেখে আশঙ্কা ও আতঙ্ক বেড়েছে অনুরাগীদের।সমাজ মাধ্যমে এই নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। গায়কের সুস্থতা কামনা করেছেন সকলেই। যদিও এই নিয়ে মোহিতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। যদিও জানা গেছে, মোহিত চৌহান ভাল আছেন। তাঁর বিশেষ কোনও আঘাত লাগেনি। তবে লাইভ শো-এর সময় যেরকমভাবে মোহিত পড়ে গিয়েছেন, সেখান থেকে বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারত।
