রোহিত বনাম বিরাট! কে শীর্ষে, সেরার লড়াইয়ে টক্কর এখন দুই বন্ধুর
কেরিয়ারের সায়াহ্নে দুই তারকাই। বাইশ গজে তা বোঝার উপায় নেই। ক্রিজে ঝলমল করে উঠছে ব্যাট। ফুলঝুরির মতো আসছে রানও। বিরাট কোহলি ও রোহিত শর্মা দু’জনেই ওয়ান ডে ফরম্যাটে বুঝিয়ে দিচ্ছেন, তাদের এখনও প্রয়োজন। তাদের রানের খিদে এখনও মেটেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে পরপর শতরানে যেন সবকিছুই ছাপিয়ে গেছেন বিরাট কোহলি। তার ফলও পেলেন আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে। দু’ধাপ এগিয়ে বিরাট পৌঁছে গেছেন দু’নম্বরে। ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা অবশ্য একনম্বর স্থানটা ধরে রেখেছেন। রোহিতের সঙ্গে তার ব্যবধান মাত্র ৮ পয়েন্টের। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট হল ৭৮১। বিরাট কোহলির রেটিং পয়েন্ট হল ৭৭৩। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইতে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বিরাট। তিন ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ১৫১ গড়ে করেছেন ৩০২ রান।
অন্যদিকে রোহিত সিরিজে ১৪৬ রান করেন। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৬৫ রান করে অপরাজিত থাকেন রোহিত। এই কারণেই তিনি এখনও শীর্ষে। ৩৭ বছর বয়সী কোহলি শেষ শীর্ষে ছিলেন ২০২১ সালের এপ্রিলে। আবার এক নম্বরে ওঠার হাতছানি কোহলির সামনে। আগামী ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলবে ভারত, সেখানে রোহিত ও কোহলির মধ্যে চলবে শীর্ষস্থান ধরে রাখা ও কেড়ে নেওয়ার লড়াই।
এছাড়া ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল দুই ধাপ লাফিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১২তম হয়েছেন। তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছেন শুভমন গিল। এক ধাপ নেমে ১০ নম্বর স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার। কুলদীপ যাদব বোলারদের তালিকায় তিন ধাপ উপরে উঠে জায়গা করে নিয়েছেন তৃতীয় স্থানে। বোলারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
