চাপের মুখেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যহতি অরূপ বিশ্বাসের, নিজের হাতেই দায়িত্ব রাখলেন মুখ্যমন্ত্রী

0

যুবভারতীতে মেসি অনুষ্ঠান ফেল। যেখানে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে আপাতত ক্রীড়া দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতীর ঘটনার পর অরূপ বিশ্বাসের উপর চাপ ক্রমশ বাড়ছিল। প্রচুর টাকা টিকিট কেটে দর্শকরা মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ওইদিন মেসি স্টেডিয়ামে ঢোকার পর থেকে তার সঙ্গে ছায়াসঙ্গী হয়েছিলেন অরূপ। তাঁর ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। সুজিত বসু ও অরূপের পদত্যাগ দাবি করে বিজেপি। খোদ তৃণমূলের মধ্যেও এ নিয়ে চাপা উত্তাপ ছিল। মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি তৈরি করে দিলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তারা অভিযোগ করে, মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে নেতামন্ত্রীদের পিঠ বাঁচাতে চাইছে সরকার।

শেষমেষ ক্রীড়া দফতর থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন মমতার অন্যতম আস্থাভাজন অরূপ। ক্রীড়া মন্ত্রীর পদ ছাড়তে চেয়ে সোমবার হাতে লিখে মমতাকে চিঠি পাঠান তিনি। মঙ্গলবার ওই চিঠিটি সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। চিঠিতে অরূপ লিখেছেন, তদন্তে নিরপেক্ষতার স্বার্থে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। এই চিঠি ভাইরাল হওয়ার কিছু পরেই, এই আবেদন মঞ্জুর করে অরূপকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইস্তফার সিদ্ধান্ত নিয়ে অরূপ অত্যন্ত সঠিক কাজ করেছেন। যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ, ততদিন নিজেই ক্রীড়া দফতরের দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, অরূপ বিশ্বাস ও সুজিত বসু পদত্যাগ করলে তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে এগোবে।

তবে ক্রীড়ামন্ত্রীর এই পদত্যাগের পরও নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। এরমধ্যেই যুবভারতীতে বিশৃঙ্খলার পরই মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে সেই কমিটি অতি তৎপরতার সঙ্গে কাজ করে শুরু দিয়েছে। তবে তাতে এখনও অরূপ বিশ্বাস বা সুজিত বসুর মতো মন্ত্রীদের নাম দেখা যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *