মেসিকে দুর্মূল্য ঘড়ি উপহার আম্বানিদের, সফর শেষে আর্জেন্টাইন তারকার ভিডিয়োতে নেই যুবভারতী
মেসি ভারতে আসবেন, উপহার পাবেন না তা কী হয়! কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি যেখানেই গেছেন সেখানেই তাঁকে একের পর এক উপহার তুলে দেওয়া হয়েছে। তবে যুবভারতীর অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ায় পরিককল্পনামাফিক উপহার ওঠেনি মেসির হাতে। এসবের মধ্যে সবচেয়ে দামি উপহারই পেয়েছেন মেসি আম্বানিদের পক্ষ থেকে। আম্বানিদের আমন্ত্রণেই শেষ মুহূর্তে সফরসূচি দিল্লি থেকে গুজরাটের জামনগরের বনতারায় যান এলএমটেন। পুরো সফরে তার সঙ্গে রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজের সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। সেখানে অনন্ত মেসিকে একটি ঘড়ি উপহার দেন, যার দাম শুনলে মাথা ঘুরতে পারে। রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন-এর একটি ঘড়ি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীকে দিয়েছেন আম্বানিপুত্র। যার বাজারদর প্রায় ১০ কোটি ৯০ লক্ষ টাকা। বিশ্বজুড়ে মাত্র ১২টি তৈরি হয়েছিল এই মডেল।
যার মধ্যে একটা এখন মেসির। বাকি অ্যাথলিটদের মতো মেসিরও ঘড়ির শখ রয়েছে। সে’কারণেই এই ঘড়ি উপহার দেন বলে জানা গেছে। এই সফরে অনন্ত আম্বানির হাতেও দেখা গেছে আরও এক বিস্ময়কর ঘড়ি রিচার্ড মিল আরএম ০৫৬ স্যাফায়ার টুরবিয়ন। প্রায় ৫০ লাখ ডলারের কাছাকাছি যার মূল্য। রিচার্ড মিল ঘড়ি সাধারণত বিশ্বের হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরই রয়েছে। তাঁদের মধ্যে আছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান চালক মিক শুমাখার ও ও ফেরারি দলের প্রধান জঁ টডের।
মেসি ভারত সফর শেষ করে ফিরে গেছেন। সমাজ মাধ্যমে নিজের হ্যান্ডেলে সেই নিয়ে ভি়ডিয়োর কোলাজও পোস্ট করেছেন। তাতে বুড়ি ছোঁয়া করে সবকিছু থাকলেও, কলকাতার যুবভারতীর ছবি এক সেকেন্ডের জন্যও নেই।
তবে কয়েকঝলক রয়েছে কলকাতার লেক টাউনে মেসির ব্রোঞ্জমূর্তি উন্মোচনের মূর্তি। ভারতকে ধন্যবাদ জানিয়েছেন এই সফরের জন্য। ভিডিয়োর শুরুতে মেসি বলেন, ‘নমস্তে ইন্ডিয়া! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালোবাসা পেয়ে ভালো লাগছে। আশা করি, ভারতের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তিনি আরো বলেন, ‘গত কয়েকদিনে আমাদের জন্য আপনারা যা করেছেন, তা নিঃসন্দেহে মুগ্ধ করে দেওয়ায় মতো। আমরা নিশ্চয়ই আবার কোনও দিন ফিরব। হয়তো পরেরবার এসে এখানে ম্যাচ খেলব। বা হয়তো অন্য কোনও কারণে আসব। কিন্তু ফিরে আসবই। আবারও সবাইকে ধন্যবাদ’।
