ফিকে হয়ে যাচ্ছে বাজবল! অ্যাডিলেডেও ইংল্যান্ডকে চেপে ধরল অস্ট্রেলিয়া
পারথ ও ব্রিসবেনে ব্যর্থতার পর অ্যাডিলেড টেস্ট! সিরিজের প্রথম দুই টেস্টেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে বাঁচার লড়াইয়ে দ্বিতীয় দিনই যেন হারের প্রহর গুণতে শুরু করল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ২১৩ রান করেছে। এখনও ১৫৮ রানে পিছিয়ে।
দ্বিতীয় দিন প্রথম সেশনে বোর্ডে আরও ৪৫ রান যোগ হতেই অলআউট হয় অস্ট্রেলিয়া।প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৩৭১ রান। জোফ্রা আর্চার সর্বোচ্চ ৫ উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৩৭ রানের জুটি গড়েন। ক্রলি ফেরেন ৯ রানে। এরপর অলি পোপ ৩, ডাকেট ২৯ রানে পরপর ফিরলে যেন অস্তিত্বের লড়াই শুরু হয় নতুন করে। ৪২ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ২৯ রানের জুটি গড়েন জো রুট ও হ্যারি ব্রুক। রুট ফেরেন দ্রুতই, মাত্র ১৯ রানে। এরপর ব্রুক ও বেন স্টোকসের মধ্যে ৫৬ রানের জুটি হয়। ৪৫ রানে ফেরেন ব্রুক। ১২৭ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর জেমি স্মিথ ফেরেন ২২ রানে। ১৬৮ রানে সপ্তম ও অষ্টম উইকেটেরও পতন হয় উইল জ্যাকস (৬) ও ব্রাইডন কার্সের (০) বিদায়ে।১৫১ বলে ৪৫ রান করে অপরাজিত আছেন বেন স্টোকস, এটাই ভরসা ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্টোকসের সঙ্গে ৪ চারে ৪৮ বলে ৩০ রান করে অপরাজিত আর্চার।দ্বিতীয় দিনে অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। সমান দুটি করে উইকেট পেয়েছেন স্কট বোল্যান্ড ও নাথান লিও। এখনও ১৫৮ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তাদের লিড নেওয়ারই সম্ভাবনা বেশি। আর সেরকম কিছু হলে এই টেস্ট হারের দিকে এগিয়ে যাবে বেন স্টোকসের দল।এই ম্যাচ হারলেই তারা সিরিজ হাতছাড়া করবে।
