শাহবাজের ব্যাটে জয় দিয়ে শুরু বাংলার, বিশ্বকাপে ডাক পেয়েই ঈশান কিষানের ঝোড়ো ইনিংস 

0

বিজয় হাজারেতে রেকর্ড রান তাড়া করে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা দল। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৮২ রান তোলে বিদর্ভ। বিশাল রানের লক্ষ্য নিয়ে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় অভিমন্যুরা। ম্যাচ জেতানোর নায়ক শাহবাজ খান। ৬ নম্বরে নেমে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শাহবাজ আহমেদ।যাঁকে মূল্যবান সঙ্গ দেন আকাশ দীপ। ফলে, ৭ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় তুলে নেয় বাংলা।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তবে বাংলার বোলারদের ওপর বেশ ছড়ি ঘোরান ধ্রুব শোরে ও আমন মোখাড়ে। দু’জনেই সেঞ্চুরি করেন। ১২৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন ধ্রুব শোরে। অন্যদিকে আমন মোখাড়ে ৯৯ বলে ১১০ রান করেন। বাংলার বোলারদের মধ্যে মহম্মদ শামি ১০ ওভারে ৬৫ রান খরচ করে ২ উইকেট ও আমির গণি ১০ ওভারে ৮০ রান খরচ করে ২ উইকেট নেন। মুকেশ কুমার, আকাশ দীপ, শাহবাজ আহমেদ কেউই উইকেট তুলতে পারেননি।
বিশাল রানের লক্ষ্যে বাংলার দুই ওপেনার অবশ্য দারুণ শুরু করেন।

অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরন ১১.৫ ওভারে জুটিতে ১০৩ রান তোলেন। অভিষেক ৩৫ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। ৬৭ বলে ৭১ রান করে আউট হন অভিমন্যু ঈশ্বরন। ৩ নম্বরে নেমে বড় রানের ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামিও। ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। অনুষ্টুপও ৩৫ বলে ৩৩ রান করেন। এখান থেকেই শাহবাজ আহমেদ ৫৮ বলে দুর্দান্ত ৭১ রান করেন। পাশাপাশি আকাশদীপ ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে বাংলাকে ম্যাচ জেতান।

এদিন বিজয় হাজারেতে বৈভব সূর্যবংশীদের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি সেঞ্চুরির ইনিংস খেলেন বিরাট কোহলি, রোহিত শর্মারাও। বাদ যাননি বিশ্বকাপে ডাক পাওয়া ঈশান কিষানও। ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষান ৩৯ বলে ১২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যদিও কর্নাটকের কাছে হার স্বীকার করতে হয় ঝাড়খণ্ডকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *