নতুন বছরেই সাত পাকে বাঁধা পড়ছেন রশ্মিকা-বিজয়! জেনে নিন কবে-কোথায় বিয়ে!
নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।এমনই খবর বি-টাউনে। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি দু’জনে সাতপাকে বাঁধা পড়বেন।রাজস্থানের উদয়পুরে চারহাত এক হবে দুই তারকার। চলতি বছরের অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সেরেছেন রশ্মিকা ও বিজয়। তা অবশ্য এরপর আনুষ্ঠানিকভাবে কেউ জানাননি। এ বার শোনা গেল বিয়ের খবর। সূত্রের খবর, বাগ্দানের মতোই বিয়েটাও হবে খুবই ব্যক্তিগতভাবেই, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও কাছের মানুষ ও বন্ধুরাই। তবে এও জানা গেছে, এরপর গ্র্যান্ড পার্টি হতে পারে হায়দরাবাদে । সেখানে বিয়ের পর চলচ্চিত্রজগতের বন্ধুদের জন্য আলাদা রিসেপশন থাকবে। তবে তা সত্যিই হবে কিনা, তা এখনও জল্পনা স্তরেই। কারণ রশ্মিকা কিংবা বিজয় কেউ এই বিষয়ে মুখ খোলেননি।
গত ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাসভবনে বাগদানের অনুষ্ঠান হয়। এক সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছিলেন,‘বাগদানের খবর অস্বীকার বা স্বীকার কোনওটাই করব না আমি। শুধু একটাই কথা বলব, যখন বিষয়টি নিয়ে বলার আমরা নিশ্চয়ই আপনাদের জানাব।’
রশ্মিকা ও বিজয় একসঙ্গে অভিনয় করেছেন ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’-এ। এরপর থেকেই সম্পর্ক গভীরতা পায়।আট বছর ধরে সম্পর্কে রয়েছেন দক্ষিণী দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তাঁদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। দিনের পর দিন নানা গুঞ্জন চাউর হতে থাকলেও তারা কেউই সম্পর্কের বিষয়ে অস্বীকার করেননি।
তারকাযুগলকে নিউ ইয়র্কের ইন্ডিয়া ডে প্যারেডেও একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার একটি ইভেন্টে রশ্মিকার প্রতি বিজয়ের প্রকাশ্য ঘনিষ্ঠতা সকলেরই নজরে এসেছে। বিজয় ও রশ্মিকার আঙুলে বড় আংটিও নজর এড়ায়নি ভক্তদের।অনেকেরই মত, তাঁদের হাতে দেখা যাচ্ছে বাগ্দানের আংটিই।
