‘প্রজাপতি ২’-এর বিশেষ প্রদর্শনীতে বড় ঘোষণা দেবের? ফিরবে আরও এক চর্চিত জুটি?
‘প্রজাপতি ২’ -এর বিশেষ প্রদর্শনীতে বিশেষ বড় ঘোষণা দেবের। জল্পনা ছিল ‘খাদান২’ ছবির মাধ্যমে আবার বড়পর্দায় ফিরবে দেব আর কোয়েল মল্লিকের জুটি। এক দিন আগে কোয়েলকেও প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সঠিক কোনও জবাব দেননি কোয়েল। কিন্তু দেবকে প্রশ্ন করা হতেই, নায়কের সটান জবাব, “খাদান ২ -এর চিত্রনাট্য চেয়েছে কোয়েল। ও রাজি হলে খাদান ২-এর নায়িকা কোয়েলই হবে, আর কেউ না।”
মঙ্গলবার ‘মিতিন মাসি’র বিশেষ প্রদর্শনে কোয়েল বলেছিলেন, “ভাল চিত্রনাট্য পেলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন৷ আবার দেব-কোয়েল জুটি ফিরবে।” বলা যেতে পারে এ দিন দেবের এই বক্তব্য অনেকটাই ধোঁয়াশা কাটিয়েছে জল্পনার।
তবে দেব-কোয়েলের চেয়েও দর্শক উত্তেজিত এখন ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন নিয়ে। এই প্রসঙ্গে শুভশ্রী বলেছিলেন, “এই খবরটা এখন আপনারা উপভোগ করুন। যতটা বলা যায়, ততটাই আমরা বলতে পেরেছি। বাকিটা সময়মতো একে একে ঠিক আসবে। আপাতত এই মুহূর্তটা সবাই উপভোগ করুক। আমরা একটু চুপ থাকি। ১০ বছর পরে ধূমকেতুর অনুষ্ঠানে, যে ভালবাসা দেখেছি আমি, দেব এবং সবাই। এমনকি ছবি মুক্তির পরেও ভালবাসা পেয়েছি। তার ফলে আমরা অবশ্যই বিশ্বাস করি মানুষ আমাদের খুবই ভালবাসে।”
