হল না শেষরক্ষা! খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত, অকালে চলে গেলেন রঞ্জি খেলা ক্রিকেটার
খেলতে খেলতেই বুকে ব্যথা, কাতরাতে কাতরাতেই মাটিয়ে লুটিয়ে পড়েন। সতীর্থরাঠিকউ বুঝেছিলেন, হৃদরোগে আক্রান্ত। দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবু শেষরক্ষা হল না। মাত্র ৩৮ বছর বয়সে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিজোরামের তারকা ক্রিকেটার কে লালরেমরুয়াতা। ক্রিকেটারের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া মিজো ক্রিকেটে। লালরেমরুয়াতা মিজোরামের হয়ে ২ বার রঞ্জি ট্রফিতে খেলেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন ৭ বার। দুঃখপ্রকাশ করে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হয়। শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, রাজ্য ক্রিকেটের উন্নতিতে লালরেমরুয়াতার অবদান অনস্বীকার্য। ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ঈশ্বর যেন তাঁদের শক্তি দেন।
খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশনের স্ক্রিনিং টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন তিনি। খেলছিলেন ভেঙ্ঘনুআই রেডার্স ক্লাবের হয়ে। ম্যাচ চলাকালীন তিনি পড়ে যান মাঠের মাঝে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করলেও শেষপর্যন্ত ওই ক্রিকেটারের জ্ঞান ফেরেনি। এমন ঘটনার পর মিজোরামের ক্রিকেট বোর্ডের তরফে বৃহস্পতিবারের সব ম্যাচ বাতিল করা হয়।
লালরেমরুয়াতা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন। রাজ্য দলের পাশাপাশি একাধিক ক্লাবের হয়েই খেলে মিজোরামের চেনা মুখ হয়ে উঠেছিলেন। পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
গতবছরও এ’রকমই এক ক্রিকেটারকে হারায় ভারত। পাঞ্জাবের হর্জিৎ সিং ছক্কা মারার পর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ক্রমশই যেন মাঠে খেলতে গিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ক্রিকেটারদের। যা ভাবাচ্ছে ক্রিকেটমোদীদের।
