জাভি আলন্সোর চাকরি গেল কেন? নতুন রিয়াল মাদ্রিদের নতুন কোচ কে এই আরবেলোয়া?
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পর কপালের লিখনটা স্পষ্টই হয়ে গিয়েছিল জাভি আলন্সোর। তারওপর লা লিগায় বার্সার থেকে আবার ৪ পয়েন্টে পিছিয়ে। রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে পার্থক্যটা কোনওদিনই ভাল চোখে দেখে না। এ বারেও তার অন্যথা হয়নি। ফলে, প্রধান কোচের পদ ৭ মাসের মধ্যেই ছাড়তে হয়েছে আলন্সোকে। তিনি কি পদত্যাগ করলেন নাকি তাঁকে তাড়ানো হল? ধাঁধার মতো অনেকটা। আপাতত সমঝোতা বলেই জানিয়েছে ক্লাব।
খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাভি রিয়ালে খেলেছেন। এই সময়ে তিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা এবং দুটি কোপা দেল রে ট্রফি জিতেছেন। কিন্তু কোচ হিসেবে সাত মাসে শুধু চাপই বাড়িয়েছেন। আস্থাভাজন হয়ে উঠতে পারেননি খোদ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। এমনকি খেলোয়াড়দের সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না। যা বার্সেলোনার কাছে সুপার কাপে হারের পর এই দ্বন্দ্ব চরমে পৌঁছোয়। হারের পর আলোনসো তার খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিলেন বার্সেলোনার খেলোয়াড়দের জন্য ‘গার্ড অব অনার’ দিতে। কিন্তু কিলিয়ান এমবাপ্পে কোচের নির্দেশ উপেক্ষা করে দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। ফলে, ক্রমশ একা হয়ে উঠেছিলেন। যার সম্ভাব্য পরিণতিই চাকরি হারানো।
তবে এমবাপ্পেদের অপেক্ষা বাড়ায়নি রিয়াল মাদ্রিদ। তড়িঘড়ি নতুন কোচও নিয়েছে। জাভির ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে ফেলেছেন আলভারো আরবেলোয়া। কে তিনি? তিনিও রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেন আরবেলোয়া। এই সময়ে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি ট্রফি জেতেন।কতদিনের চুক্তি? সে সম্পর্কে অবশ্য ক্লাব স্পষ্ট করে কিছু জানায়নি। খেলা ছাড়ার পর কোচিংয়ে মনোযোগ দেন আরবেলোয়া। রিয়ালের যুব দল কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তিনি মূল দলের কোচ হিসেবেই দায়িত্ব পেলেন।
