এই শেষবার! বিশ্বকাপে ভারতে খেলতে রাজি করাতে বাংলাদেশ যাচ্ছে আইসিসির প্রতিনিধিরা
বাংলাদেশে ভারতে খেলা না খেলা নিয়ে গৃহযুদ্ধ বেঁধে গেছে। থমকে গিয়েছিল বিপিএল-এর খেলাও। তবু বিসিবি এখনও রাজি হয়নি ভারতের খেলতে আসার ব্যাপারে। তবে আর নাটক চায় না আইসিসি। ঠিক কী চাইছে বাংলাদেশ, তা বুঝে নিতেই বাংলাদেশে যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল। এরপরও অবশ্য বাংলাদেশ নিজেদের জায়গাতেই অনড়। বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে এরই মধ্যে ২ বার চিঠি দিয়েছে। আইসিসির সঙ্গে বিসিবির ভিডিও কনফারেন্সও হয়েছে। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। এই জট কাটাতেই বাংলাদেশে আসবে আইসিসির প্রতিনিধি দল।
মুস্তাফিজুর রহমানকে দিয়ে বিতর্কের শুরু। এরপরই বিসিবি নিরাপত্তার অজুহাত দেয় ভারতে খেলতে না আসার ব্যাপারে। এরপর সেই দেশেই ঘৃতাহুতি ছড়ায় বিসিবি-র ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য থেকে। নাজমুল সম্প্রতি বলেছিলেন, ‘যদি বাংলাদেশ ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তা হলে বোর্ডের কোনও আর্থিক ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধু খেলোয়াড়দের, কারণ তারা ম্যাচ ফি পাবেন না’। আরও তিনি ক্ষতিপূরণ প্রসঙ্গে বলেন, ‘আমরা ওঁদের জন্য এত টাকা খরচ করি। তবুও বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করতে ব্যর্থ হন। আজ পর্যন্ত একটাও বিশ্বমানের ট্রফি জিততে পেরেছি আমরা? যদি ক্রিকেটাররা বারবার ব্যর্থ হওয়ার পরে টাকা ফেরত দেওয়ার কথা বলতে পারতাম, তবেই ঠিক হতো।’ এই কথাটা বাংলাদেশি প্লেয়ারদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেটা তাঁরা মানতে পারেননি আর ম্যাচ বয়কট করেন। পরে অবশ্য পিছু হটেন। শুক্রবার যথারীতি ম্যাচ হয়েছে বিপিএলে।
