টেস্ট অলরাউন্ডারে টানা ১১৫১ দিন শীর্ষে স্যার জাদেজা, তৈরি হল ইতিহাস

টানা ১১৫১ দিন। ৩ বছরেরও বেশি! ভাবা যায়! আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনিই শীর্ষে। নতুন ইতিহাস তৈরি করলেন স্যার জাদেজা। আইসিসি নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। আর তাতে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে রবীন্দ্র জাদেজা শীর্ষ স্থান ধরে রেখেছেন। এত দীর্ঘ সময় ধরে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকার নজির আর কোনও ক্রিকেটারের নেই। এক হাজারেও বেশি দিন ধরে শীর্ষস্থান অটুট থাকা ক্রিকেটার শেষ পাঁচ বছরে আর কেউ নেই। ২০২২ সালের ৯ মার্চ থেকে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ রয়েছেন জাদেজা। সে’সময় ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে টপকে শীর্ষস্থান দখল করেছিলেন জাদেজা। তাঁকে টলাবেন এমন সাধ্য কার! সবমিলিয়ে ভারতের হয়ে ৬৬৯১ রান করেছেন। উইকেট নিয়েছেন ৬০৮, ক্যাচ নিয়েছেন ১৫০ আর ম্যাচের সেরা ট্রফি নিয়েছেন ২৫ বার।এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৮০টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে জাদেজা ব্যাট হাতে ৩৩৭০ রান করেছেন। এর মধ্যে ২২টি অর্ধশতরান এবং ৪টি শতরান করেছেন। বোলিং করার ক্ষেত্রে, জাদেজা ৩২৩টি উইকেট নিয়েছেন। আর ২০২২ সালের মার্চ থেকে এখনও অবধি ২৩ টেস্টে জাদেজা করেছেন ১১৭৫ রান। তার মধ্যে তিনটি শতরানও রয়েছে। আছে পাঁচটি অর্ধশতরান। নিয়েছেন ৯১ উইকেট। তার মধ্যে ছয় বার ইনিংসে নিয়েছেন পাঁচ বা তার বেশি উইকেট। শুধু ২০২৪ সালে টেস্টে ৫২৭ রান করেছিলেন জাদেজা। উইকেট নিয়েছিলেন ৪৮টি। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলেও জায়গা করে নিয়েছিলেন জাদেজা। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই দেশের অন্যতম সেরা ভরসা সৌরাষ্ট্রের তারকা। ফিল্ডিং-এও বিশ্বসেরাদের তালিকাতেই থাকবে তাঁর নাম। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জাদেজার পর ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। এর আগেও ২০১৭ সালেও টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন জাদেজা। কিন্তু সেবার মাত্র এক সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিলেন।