দিল্লি মোস্তাফিজকে নিলেও খেলা নিয়ে সংশয়, দ্বিধায় প্রোটিয়া-অসি ক্রিকেটাররাও

0





থমকে গিয়েছিল আইপিএল। আবার শুরু হচ্ছে। এরমধ্যেই পরিবর্তন হচ্ছে অনেককিছু। ভারত-পাকিস্তান সংঘর্ষের পর কপাল খুলল বাংলাদেশের।  চলতি আইপিএলে বাংলাদেশের কোনও প্রতিনিধি ছিলেন না। টুর্নামেন্টের শেষ ভাগে এসে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি টাকায় দলে নিল আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। নিলামে তাঁর দাম ছিল ২ কোটি টাকা। তখন কেউই নেয়নি তাঁকে। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। বাঁহাতি এ পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি। মোস্তাফিজুর নেওয়ার কথা জানিয়ে দিলেও, তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে।পরিবর্তিত সূচিতে আইপিএল শুরু হওয়ার কথা ১৭ মে। দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ মে। সেই সময়ে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে সিরিজ খেলার কথা। যার প্রথম ম্যাচ ১৭ মে, দ্বিতীয়টি ১৯ মে। সেক্ষেত্রে বিসিবি’র এনওসি লাগবে। এই প্রেক্ষিতে বাংলাদেশের পেসারকে খেলার ছাড়পত্র দেবে কিনা তাই দেখার।
অন্যদিকে, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১১ জুন লর্ডসে শুরু হবে। ফলে, ব্যাপক প্রভাব পড়বে বিদেশিদের খেলায় এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, দঃ আফ্রিকার কোচ শুকরি কনরাড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৬ মে-র মধ্যে দেশে ফিরতে হবে সমস্ত ক্রিকেটারদের। তিনি আইপিএলের জন্য কাউকে ছাড় দিতে চান না। কোচের সঙ্গে সহমত পোষণ করছেন প্রোটিয়া বোর্ডের কর্তারাও। আইপিএলে খেলা রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাডা, এইডেন মার্করাম, মার্কো জানসেনদের চুক্তি ছিল ২৫ মে পর্যন্তই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা অনুমতি পাবেন কি না জানা নেই। একই সমস্যা অস্ট্রেলিয়ারও। প্যাট কামিন্স এবং ট্রাভিস হেডকে নিয়ে সমস্যা নেই কারণ তাঁদের দল সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। কিন্তু মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের সুযোগ আছে ফাইনাল খেলার। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন আইপিএল সিইও হেমাঙ্গ আমিন। ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার আর্জি জানানো হচ্ছে। কথাবার্তার পর কী সিদ্ধান্ত হয়, তাই এখন দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *