‘মারামারি ভাল লাগছে না, ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে’, স্বরূপের বিরুদ্ধে মানহানি মামলা থেকে সরলেন মানসী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরিচালক গিল্ড বনাম ফেডারেশনের দ্বন্দ্ব আবারও একবার আলোচনার কেন্দ্রে। এই মুহূর্তে হাই কোর্টে বিচারাধীন রয়েছে এই বিষয়টি। বিচারপতি অমৃতা সিং আবারও নির্দেশ নিয়েছেন পরিচালকদের কাজে কোনওরূপ হস্তক্ষেপ না হওয়ার। পুরো বিষয়টির দায়িত্ব গিয়েছে রাজ্যের তথ্য-সংস্কৃতি দফতরের সচিবের কাঁধেও। এই মুহূর্তে পরিচালকরা কিছু আশার আলো দেখলেও মঙ্গলবার শিরোনামে আরও একটি খবর।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়, রাজ চন্দের পর ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আনা মানহানি মামলা থেকে নাম সরিয়ে নিলেন এ বার অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
পরিচালকের সঙ্গে আডিশনের তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বয়স হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এত লড়াই মেনে নিতে পারছি না আমি। শুধু আমি একাই নই কিন্তু। আরও অনেকেই সরে আসছেন এই লড়াই থেকে। আমার পরিচিত মুখ বলে হয় তো আমার নামটা সবার আগে কানে আসছে।”
ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসে বিরুদ্ধেও মানহানির মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন মানসী। আডিশনের কাছে এই কথা স্বীকারও করে নেন তিনি। মানসী সিনহা বলেন, “আমার আর মারামারি ভাল লাগছে না। মনে হচ্ছে এতে যেন ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে।”
মানসীর এই সিদ্ধান্ত কি কোণঠাসা করে দিতে পারে তাঁকে? পরিচালকের সাফ জবাব, “আমি কোনও কিছুকেই ভয় পাই না। আমার কাজ এবং পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পারলেই আমি খুশি। আলাদা কেন হব? আর কেনই বা ধরে নেব যে আমি যাঁদের সঙ্গে কাজ করি, তাঁরা আমায় ভুল বুঝবে?” তিনি জানান, তাঁর এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। এর কোনও পরিচালকের হস্তক্ষেপ নেই।
তবে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বেশ ভাবাচ্ছে মানসী সিনহাকে। তিনি বলেন, “এখন একটা অদ্ভুত লড়াইয়ে পরিণত হয়েছে সবটা। এখানে কার দোষ, কার ভুল, আমি সেই তর্কে যাচ্ছি না। আমার ভয় ইন্ডাস্ট্রিকে নিয়ে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে! মনে হয় সব সমস্যা মিটে যাক।”