‘ভারতীয় সেনাকে কুর্নিশ’, কলকাতায় এসে ‘অপারেশন সিঁদুর’কে সাধুবাদ কাজলের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: লক্ষ্মীবারের সকাল থেকেই দক্ষিণেশ্বরে দর্শনার্থীদের ভিড়। মায়ের পুজো দেওয়া তো রয়েছেই। তবে এ দিনের মূল আকর্ষণ কিন্তু অন্য। অনুরাগীদের চোখ খুঁজছে তাঁদের প্রিয় নায়িকাকে। পরনে পিচ রঙা শাড়ি। উঁচু করে বাঁধা খোঁপা। কপালে টিপ। পরিমিত রূপটানেই নজরকাড়া কাজল। আদ্যোপান্ত বাঙালি লুকেই বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন বলিউড অভিনেত্রী।

কলকাতার সঙ্গে তাঁর নাড়ির টান। তবে এ দিন তাঁর নতুন ছবির কাজে শহরে এসেছেন অভিনেত্রী। মাকে পুজো দেওয়ার মাধ্যমেই শুরু হল যাত্রা। পুজোর পর সাংবাদিকদের মুখোমুখিও হলেন তিনি। সেখানেই প্রশ্ন করা হয় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে। ২২ এপ্রিলের মর্মান্তিক পহেলগাঁও ঘটনার পর মন কেঁদেছিল কাজলেরও। ‘অপারেশন সিঁদুর’-এর সফলতার পর সমাজমাধ্যমে ভারতীয় সেনাদের শ্রদ্ধাও জানিয়েছিলেন তিনি।

এ বার শহরে এসেও এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। ভারতের প্রত্যাঘাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভারতীয় সেনাকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই। অনেক কৃতজ্ঞতা জানাই তাঁদের। আমার তরফ থেকে কুর্নিশ।”

নতুন ছবি ‘মা’তে দেখা যাবে কাজলকে। সেই কারণেই তাঁর ‘মা’-এর দরবারে আসা। এ দিন প্রিয় অভিনেত্রীকে দেখে দর্শকদের উচ্ছ্বাস সামলাতে পারছিলেন না দেহরক্ষীরা। চোখের সামনে প্রিয় তারককে দেখলে যা হয়! পুজো দেওয়ার পরও কিছুক্ষণ মন্দিরে ছিলেন কাজল। তারপর রওনা দেন নিজের গন্তব্যে। ‘মা’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল পুরিয়া। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবির ঝলক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *