অবশেষে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’, কী বলছেন প্রযোজক রানা সরকার?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বহু চর্চিত একটি অনুষ্ঠানে শাশ্বত চট্টোপাধ্যায় আড্ডার মাঝে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বলে বসেন, “দেবকে কী প্রশ্ন করতে চাও?” অভিনেত্রীর একটাই প্রশ্ন, “ধূমকেতু কি আদৌ মুক্তি পাবে?” এর উত্তর নিজেই দিলেন দেব। প্রায় ১০ বছর ধরে ‘ক্যানবন্দি’। জটিলতা কাটিয়ে অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। পর্দায় দেব এবং শুভশ্রী অভিনীত সম্ভবত শেষ ছবি। পরিচালনার দায়িত্বে কৌশিক গঙ্গোপাধ্যায়।

বহু চর্চিত এই জুটিকে পর্দায় শেষ বারের মতো দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। ১০ বছরের অপেক্ষা নেহাত কম নয়! শুক্রবার, প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ। সেই সঙ্গে ‘ধূমকেতু’-র নতুন ঝলকও। চলতি বছরের ১৪ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।

এই প্রসঙ্গে আডিশনকে প্রযোজক রানা সরকার বলেন, “ছবিটাতে ইনভেস্ট করতে কিছুটা সময় দেরি হয়েছে। দেব উদ্যোগ নিয়েছে ছবিটা যাতে মুক্তি পায়। পুরোপুরি দেবেরই উদ্যোগে ছবিটা মুক্তি পাচ্ছে।” এ দিন ‘অঙ্ক কি কঠিন’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন প্রযোজক। সেখানে দাঁড়িয়েই ‘ধূমকেতু’র সহজ ‘অঙ্ক’ খোলসা করেন আডিশনের কাছে। রানা বলেন, “এখন এই মুহূর্তে যা পরিস্থিতি দেশে, তার সঙ্গে এই ছবিটি খুবই প্রাসঙ্গিক। তার মধ্যে স্বাধীনতা দিবসও আসছে। সব মিলিয়ে ধূমকেতুর অঙ্ক সহজ হয়ে গেল!”

দীর্ঘদিন পর দেব-শুভশ্রীর জুটির প্রত্যাবর্তন। ইন্ডাস্ট্রিতে এই দুই তারকার সম্পর্কের সমীকরণ কারওই অজানা নয়। ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক না কেন, এই জুটির অনুরাগী সংখ্যা কিন্তু বেশ ঈর্ষার যোগ্য। প্রযোজক রানা বলেন, “দেব-শুভশ্রীর অনেকদিন পর একসঙ্গে প্রত্যাবর্তন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। সবটাই দরকার ছিল।”

এখন প্রশ্ন হল, প্রচারের মঞ্চে একসঙ্গে কি দেখা যাবে দেব-শুভশ্রীকে? রানার উত্তর, “কী ভাবে প্রচার হবে, তার উত্তর অধরা। তবে ছবির প্রচার তো হবেই। সবটাই অপেক্ষার বিষয়।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *