ত্রিকোণ প্রেমে সৃজলা-সুহোত্র-মানালি, ভালবাসার জটিল এই উপাখ্যানের পরিণতি কী হবে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: থ্রিলার ভালবাসেন? যদি তার সঙ্গেই মিশে যায় প্রেম? এমনই এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে হইচই। একেবারে ত্রিকোণ প্রেমের উপাখ্যান। তবে কিছুটা অন্য ধারার। ঝলক দেখেই যদি সিরিজটি দেখার জন্য উৎসাহ হলে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকটি দিন। শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘বাতাসে গুনগুন’। পরিচালনায় অরিজিৎ টোটোন চক্রবর্তী।

এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মানালি দে, সুহোত্র মুখোপাধ্যায় এবং সৃজলা গুহ। এই তিন জনের সম্পর্ককে ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প। প্রথমবার এই ত্রয়ীকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকও। বৃহস্পতিবার, প্রকাশ্যে এল সিরিজের অফিশিয়াল পোস্টার। প্রেম, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্রে মোড়া এই সিরিজ হইচই প্ল্যাটফর্মেই মুক্তি পেতে চলেছে আগামী ২০ জুন।

সিরিজটির সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন অদিতি রায়। ‘বাতাসে গুনগুন’ প্রসঙ্গে তিনি জানান, এর আবেগগতভাবে অত্যন্ত তীব্র এবং সিরিজের এই জটিল গল্প দর্শককে ভাবাবে। তিনি বলেন, “আমাদের জন্য এই গল্পটিকে গভীরতা এবং সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ ছিল। একই সঙ্গে এটাও নজরে রাখা, যেন প্রতিটি চরিত্রকেই বাস্তবের চরিত্র মনে হয়, দর্শক যুক্ত হতে পারেন এবং অবশেষে যেন চরিত্রগুলি মনে থেকে যায়।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *