ক্যানসার আক্রান্ত দীপিকার অস্ত্রোপচার, ‘প্রার্থনা করুন’, আর্জি স্বামী শোয়েবের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেত্রী দীপিকা কক্কর এবং স্বামী শোয়েব ইব্রাহিমের। মা হয়েছেন, বেশি সময় হয়নি অভিনেত্রীর। এরই মাঝে যকৃতে টিউমার ধরা পড়েছে তাঁর। সবচেয়ে চিন্তার বিষয় হয়, সেখানে থাবা বসিয়েছে ক্যানসার। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তাতে দেরি হওয়ায় বেশ চিন্তায় পড়েছিলেন শোয়েব ইব্রাহিম।

এরই মাঝে নতুন খবর। জানা গেল, মঙ্গলবারই অস্ত্রোপচার হচ্ছে দীপিকার। শোয়েব জানান, আপনারা সকলে দীপিকার জন্য প্রার্থনা করুন। এ দিন, সমাজমাধ্যমে শোয়েব লেখেন, ‘দীপিকার অস্ত্রোপচার হচ্ছে মঙ্গলবার। দীর্ঘ সময় ধরে চলবে। আপনারা সকলে ওঁর জন্য প্রার্থনা করবেন। ওঁর সকলের প্রার্থনার দরকার।’

অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তবে স্বস্তির খবর হল, ক্যানসার গোটা শরীরে ছড়িয়ে পড়েনি। কেবল টিউমরের জায়গাতেই রয়েছে।

দীপিকার সন্তানের বয়স এক বছরও হয়নি। স্বাভাবিকভাবেই মাতৃদুগ্ধই ভরসা তাঁর। তবে এই মুহূর্তে একরত্তিকে স্তন্যপান করানোর থেকে বিরত থাকছেন অভিনেত্রী। পরিবারের অন্যান্য সদস্যদের মাঝেই বড় হচ্ছে সে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *