ভালবাসার কাছে হারল ক্যানসারও! রোগের সঙ্গে লড়াইয়ের মাঝেই প্রেমিকের গলায় মালা দিলেন হিনা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শরীরে মারণরোগের বাসা। তবে ক্যানসারকে বরাবরই বুড়ো আঙুল দেখিয়েছেন হিনা খান। কেমোথেরাপির তীব্র যন্ত্রণাও দমিয়ে রাখতে পারেনি অভিনেত্রীকে। এর মাঝেই নতুন দারুণ খবর। জীবনের নতুন অধ্যায়ের সূচনা। বিয়ে করলেন হিনা। তাঁর দীর্ঘ দিনের প্রেমিক রকি জয়সওয়ালের গলাতেই মালা দিলেন তিনি। হ্যাঁ, সেই রকি, ক্যানসারের চিকিৎসার সময়ে অভিনেত্রীর সর্বক্ষণের ছায়াসঙ্গী। প্রতি মুহূর্তেই অভিনেত্রীর পাশে দেখা গিয়েছে প্রেমিককে। এ বার তাঁর সঙ্গেই শুরু নতুন জীবন।

প্রায় ১৩ বছরের সম্পর্ক হিনা এবং রকির। জল্পনা আগেই ছিল যে চলতি বছরই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। এ বার সেই জল্পনাই সত্যি করলেন তিনি। একেবারে সাদামাঠা ভাবেই বিয়ে সারলেন অভিনেত্রী। দু’জনের পরনে রংমিলান্তি পোশাক। হাতে জ্বলজ্বল করছে হিরের আংটি। আইনি মতে বিয়ে করলেন হিনা।
ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে হিনা লেখেন, ‘দুটি ভিন্ন জগৎ থেকে এসে, আমরা ভালবাসার এক মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলো ক্রমশ ম্লান হয়ে গিয়েছে। আমাদের হৃদয় এক হয়েছে। আমরা আজীবনের বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা একে অপরের ঘর, আলো ও আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করে আজ চিরকালের জন্য ভালবাসা এবং আইনের বন্ধনে আবদ্ধ। স্ত্রী এবং স্বামী হিসাবে আমরা সকলের কাছে আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।’