আইপিএল শেষ হতেই বাগদান সেরে নিলেন কুলদীপ, চেনেন তাঁর বান্ধবীকে?

গত বছর ইঙ্গিত দিয়েছিলেন। আইপিএল শেষ হতেই এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদব। বুধবার লখনউয়ে ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে বাগদান সেরে নিলেন। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরা এবং উত্তরপ্রদেশের কয়েকজন ক্রিকেটার হাজির ছিলেন। সেইসঙ্গে ছিলেন কেকেআর তারকা রিঙ্কু সিংও।এই রিঙ্কুর সঙ্গেই আইপিএলের ম্যাচে চড় কাণ্ডে জড়িয়েছিলেন তিনি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বাগদানের অনুষ্ঠানে আংটি বদল করেন কুলদীপ ও বংশিকা। যেখানে ইট রঙের লেহেঙ্গায় সেজেছিলেন বংশিকা। তসর রঙের নজরকাড়া শেরওয়ানি পরেছিলেন কুলদীপ।

তবে তাঁরা কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভারতীয় দল ইংল্যান্ড সফর সেরে দেশে ফিরলে বিয়ে করতে পারেন কুলদীপ এমনটাই জানা যাচ্ছে। তার আগেই প্রাথমিক কাজ সেরে রাখলেন এই ক্রিকেটার। কুলদীপের বান্ধবী বংশিকা কানপুরের মেয়ে। তাঁর বাবা কাজ করেন বিমা কোম্পানিতে। কুলদীপ কানপুরে থাকাকালীনই তাঁদের আলাপ হয়। তবে তাঁর প্রেমচর্চা সেভাবে সমাজ মাধ্যমে ছড়িয়ে যায়নি। ফলে, সেদিক থেকে আচমকা এমন ছবি ভাইরাল হওয়ায়, নেটিজেনদের কাছে সারপ্রাইজই মনে হয়েছে।জাতীয় দলের সতীর্থদের পাশাপাশি অনুরাগীরাও কুলদীপকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাগদান সেরেই ইংল্যান্ডের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি রওনা হবেন কুলদীপ। সম্প্রতি তিনি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, যেখানে ১৪টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। তবে দিল্লি ক্যাপিটালস নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ হয় এবং পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। তবে ইংল্যান্ড সফরে কুলদীপের বাঁ-হাতি রিস্ট স্পিন এই সিরিজে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।