বিরাটদের বিজয়োৎসবেই বিষাদ, গার্ডেন সিটিতেই পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল

0

স্পোর্টস ডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে বিজয়োৎসব, বাইরে বিষাদের ছায়া। বিরাট কোহলিদের ট্রফি জয়ের পর ঘটে গেল হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে একটি মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। যেখানে অন্তত প্রাণ হারিয়েছেন ১১ জন আরসিবি ভক্ত বলে জানা যাচ্ছে। ২৫ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। এই ঘটনা প্রশাসনিক দূরদর্শিতার অভাব ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার ফল বলেই মনে করা হচ্ছে। নিহত ও আহতের সংখ্যা আরও খবর আসছে এরপরও।
১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই জয়ে মঙ্গলবার রাত থেকেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছিল বেঙ্গালুরু শহর।

বিজয় উদযাপনের জন্য কর্ণাটক রাজ্য সরকার এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) বুধবারই বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি সমাবেশ ও বিদ্যানা সৌধায় একটি আনুষ্ঠানিক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। হাজার হাজার আরসিবি ভক্ত চিন্নাস্বামী স্টেডিয়ামের চারপাশে জড়ো হতে শুরু করে। প্রাথমিকভাবে, আরসিবির বিদ্যানা সৌধা থেকে স্টেডিয়াম পর্যন্ত একটি ওপেন-টপ বাস প্যারেডের পরিকল্পনা ছিল। কিন্তু, ভিড় নিয়ন্ত্রণ ও ট্র্যাফিক সমস্যার কারণে বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ এই প্যারেড বাতিল করে।ঘোষণা করে যে শুধুমাত্র টিকিটধারীদের জন্য স্টেডিয়ামে একটি বন্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপরই সকলে স্টেডিয়ামমুখী হয়। তাতে অঝোরে বৃষ্টি নামলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

বিরাটদের আসার খবর পেয়ে ভক্তরা ব্যারিকেড ভেঙে এবং পুলিশের নিরাপত্তা ঘেরাটোপ অতিক্রম করে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হয় এবং তার ফলেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। পুলিশ ভিড় নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। হুড়োহুড়িতেই পদপিষ্টের এই মর্মান্তিক ঘটনা। আহতদের দ্রুত শিবাজিনগরের বোরিং হাসপাতাল এবং বৈদেহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আনন্দ উৎসবে পরিণত হয় শোকের আবহে। মৃতদের সম্পর্কে এখনও বিশদে কোনও তথ্য জানায়নি রাজ্য প্রশাসন।কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার বিজয়োৎসবে আহত আরসিবি ভক্তদের দেখতে হাসপাতালে যান। তিনি জানান, দলের জয় উদযাপন করতে প্রায় ৬ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *