‘লক্ষ্মী এল ঘরে…’ সবাইকে চমকে দিয়েই সুখবর জানালেন ‘তেঁতুলপাতার ঋজু’, মা হলেন পৃথা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ধারাবাহিকের শুটিং থেকে কিছুদিনের ছুটি নিয়েছিলেন পৃথা চট্টোপাধ্যায়। নীরব ছিলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়ও। এ বার সবটাই স্পষ্ট। বুধবার নিজেই সুখবর জানালেন অভিনেতা। দুই থেকে এবার তিন হলেন তাঁরা দু’জন। মাতৃত্বকালীন ফটোশুটের একটি ছবি ভাগ করে নিয়েই নতুন সদস্যের আগমনের কথা জানালেন নীল। পৃথার কোলে পুত্র এল কন্যা?
এই মুহূর্তে নীলকে দেখা যাচ্ছে ‘তেঁতুলপাতা’, ও ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। সন্তান জন্ম নেওয়ার আগে ঘুণাক্ষরেও কাউকে জানতে দেননি তিনি। এ দিন স্ত্রীর বেবি বাম্পে হাত রেখে লিখলেন, ‘লক্ষ্মী এল ঘরে…’ বোঝাই গেল, ঘরে এল কন্যা সন্তান। তারপরেই অভিনেতা লিখলেন, ‘ভালবাসি পৃথা…’

সন্তান কোলে আসার পরেই সেই খবর ইনস্টাগ্রামে পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন দম্পতি। অভিনেতা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরী, সহকর্মীরা তো বটেই, অভিনেতার সেই পোস্টে তাঁদের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।