সুনিধি চৌহানের ধুম মাচালে…. আলো ঝলমলে ইডেন মাতল সুরের ছন্দে

0




কলকাতা সবসময়ই স্পেশাল। ইডেন আইপিএল ক্রিকেটের ফাইনাল দেখা থেকে বঞ্চিত হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানও দেখতে পায়নি। তবে মন ভরিয়ে দিতে পারফর্ম করে গেলেন সুনিধি চৌহান। সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি২০ লিগের সূচনায় ইডেন মাতালেন সুনিধি। একের পর এক বলিউডি হিট গান। ধুম মাচালে দিয়ে শুরু। বিড়ি জ্বালাইলেতে শেষ। তাঁর গানের তালে তালে নাচল ইডেন। ১১ জুন থেকে ২৮ জুন কলকাতার ঘরোয়া ক্রিকেটের টি২০ লড়াই। যার উদ্বোধনে হাজির হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অন্য আর এক মন্ত্রী সুজিত বসু।

ছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এদিন ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন বাংলার দুই উজ্জ্বল ক্রিকেটার ঝুলন গোস্বামী ও ঋদ্ধিমান সাহা। একেবারে আলো ঝলমলে পরিবেশে শুরু হল এই টুর্নামেন্ট। ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার থেকে সচিব নরেশ ওঝা প্রায় সকলেই। ছেলে এবং মেয়েদের আট দলের অধিনায়কদের মঞ্চে ডাকা হয়। প্রত্যেকে নিজেদের টিমের জার্সি পরে মাঠে হাজির হয়ে দেখিয়ে দিলেন, তারা কতটা প্রস্তুত এই প্রতিযোগিতার জন্য। ট্রফি উদ্বোধনের পরই পারফরম্যান্স শুরু করেন সুনিধি। পুরো মাঠ ভর্তি না হলেও, একের পর এক হিট নম্বরে সুরের জাদুতে মাতিয়ে তোলেন ঈডেন। শুধু পুরুষদের টুর্নামেন্টই নয়, এই বছর লিগে মেয়েদের প্রতিযোগিতাও সংযোজিত হয়েছে। মেয়েদের লিগ শুরু হবে ১২ জুন থেকে এবং তাদের ফাইনাল ম্যাচও হবে ২৮ জুন। লিগ কমিটির তরফ থেকে জানানো হয়েছে, সমাপ্তি অনুষ্ঠানেও থাকবে বড়সড় চমক। যেমন উদ্বোধনে ছিল বলিউডি তারকার উপস্থিতি, তেমনই ফাইনালের দিনও চেষ্টা করা হচ্ছে কোনও তারকা আন্তর্জাতিক বা জাতীয় স্তরের ক্রিকেটারকে আনার, যিনি পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠানে অংশ নেবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *