‘আগামীকাল সকালেই ফ্লাইট…’ তার আগেই এমন ‘ভয়াবহ’ দুর্ঘটনার খবর শুনে ত্রস্ত রাহুল দেব বসু
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অহমদাবাদ বিমানবন্দরের বিমান দুর্ঘটনায় স্তব্ধ যেন গোটা দেশ। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এআই-১৭১ বিমানটি। তার পরেই ভেঙে পড়ে সেটি। তছনছ হয় মেঘানিনগরের কাছে বসতি এলাকা। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় ২৪২ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনা যেন ধাওয়া করে বেড়াচ্ছে সকলকেই।
আতঙ্কিত অভিনেতা রাহুল দেব বসুও। তার কারণ, এর এক দিন পরেই ছিল তাঁর উড়াণ। নিজের সমাজমাধ্যমের পাতায় সেই কথাই লিখলেন তিনি। অভিনেতা লিখেছেন, ‘আগামীকালই আমার ফ্লাইট। বিমানযাত্রার আগে এই ঘটনা শুনে খুবই আতঙ্কিত।’ যদিও সেই সঙ্গে আহত যাত্রীদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতেও ভোলেননি তিনি।

বৃহস্পতিবার দুপুরে অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমানটি। দুপুর ১টা ৩৯ মিনিটে উড়াণ নেওয়ার কিছু মুহূর্ত পরেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় তৎক্ষণাৎ। ঘটনাস্থলে গিয়ে সেই মুহূর্তে পৌঁছায় দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সিভিল হাসপাতালে।