আমার ভাগ্যে লেখা ছিল সুপারস্টার হওয়া: মিঠুন চক্রবর্তী

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘মৃগয়া’ থেকে শুরু করে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’, দীর্ঘ চার দশকের অভিনয়জীবন। ৩০০-র বেশি ছবি। তাঁকে হাতের নাগালে পাওয়া কঠিন। তিনি সুপারস্টার। তিনি মিঠুন চক্রবর্তী। ক্যালেন্ডার বলছে, আজ, সোমবার তাঁর জন্মদিন। ৭৫ বছরে পা দিলেন ‘মহাগুরু’। তবু এই বয়সে এসেও অভিনেতা মনে করেন, “ভিতরের উত্তেজনা সবসময় জাগিয়ে রাখতে হবে। ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়।”

আর তাই তো, একের পর এক ছবিতে এখনও দর্শকদের মন জয় করে চলেছেন মিঠুন। তবে তাঁর মতে, এই সবের নেপথ্যেই রয়েছে ভাগ্যের কারসাজি। এর আগে ‘শাস্ত্রী’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা। জ্যোতিষ এবং বিজ্ঞানের দ্বন্দ্বকে ঘিরেই এই ছবি। তিনি নিজেও কি জ্যোতিষে বিশ্বাস রাখেন? একটি সাক্ষাৎকারে প্রশ্ন করতেই উত্তর দিতে বেশি সময় নেন না তিনি। মাথা নেড়ে বলেন, “আমি জ্যোতিষ মানি। কিন্তু পাথরে বিশ্বাসী নই।” তিনি বলতে থাকেন, “আমি মনে করি, সমস্ত গ্রহের প্রভাব আমাদের উপর পড়ে। যেহেতু এরা সূর্যের চারিদিকে ঘুরছে। তাদের সমস্ত কিছু আমাদের উপর পড়ে। কিন্তু সেই প্রভাব কতটুকু বা কী ভাবে, সেটাই হল জ্যোতিষ। যদিও কেউ সম্পূর্ণ ঠিক নয়। আর সঠিক নয় বলেই ভগবানের সৃষ্টি হয়েছে। জ্যোতিষ যেখানে হারবে, সেখান থেকেই ভগবানের শুরু।”

দীর্ঘ কর্মজীবনের পর অভিনেতার উপলব্ধি, তাঁর ‘মিঠুন চক্রবর্তী’ হয়ে ওঠার নেপথ্যেও কাজ করেছে ভাগ্য। তিনি বলেন, “পরিশ্রম কিছু কাজে লাগে না। ভাগ্য সঙ্গ না দিলে আমি জিরো। আগে ভাগ্য, তার পরেই সব কিছু। আমার ভাগ্যে লেখা ছিল সুপারস্টার হওয়া।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *