প্রিমিয়ারে শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন রাজীব, ‘দু’জনে’ ফের এক হবেন কি পর্দায়?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঝুলিতে একের পর এক হিট ছবি— ‘দু’জনে’, ‘বিন্দাস’ থেকে শুরু করে ‘অমানুষ’, ‘অমানুষ ২’। একসময়ে বাণিজ্যিক ছবির দুনিয়ার বেশ পরিচিত নাম রাজীব কুমার। তবে দীর্ঘদিন তাঁর দেখা না মিললেও শুক্রবার ছবির প্রিমিয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। তাও আবার তাঁরই প্রাক্তন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর প্রিমিয়ার।
তাঁর এবং শ্রাবন্তীর সমীকরণ কারওই অজানা নয়। যদিও মৌখিক বিচ্ছেদের পরেও একসঙ্গে ‘বিন্দাস’ভাবে কাজ করেছেন তাঁরা। এই ছবির প্রিমিয়ারে এসেও প্রাক্তনের প্রশংসা করতে ভুললেন না তিনি। এতদিন কোথায় ছিলেন পরিচালক? উত্তরে রাজীব জানান, বাংলাদেশে ছবির কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। নিজের শহরে ফিরেই প্রিমিয়ারে ধরা দিলেন। শ্রাবন্তীর আমন্ত্রণেই কি এলেন?
পরিচালক বলেন, “এসকে মুভিজের ডাকেই প্রধানত এসেছি। এই প্রযোজনা সংস্থার হাত ধরেই আমার প্রথম ছবি। তবে আমার এই ছবিটা দেখার ইচ্ছে ছিল।” ছবির ঝলক কেমন লাগল প্রশ্ন করতেই শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। রাজীব বললেন, “খুব ভাল লেগেছে ট্রেলার। শ্রাবন্তীও খুব ভাল করেছে। ঋত্বিকও দারুণ। শ্রাবন্তী এর আগে সাহিত্য কেন্দ্রীক অনেক কাজই করেছে। অপর্ণা সেনের সঙ্গে ‘গয়নার বাক্স’-এর মতো ছবিও রয়েছে। ভাল অভিনেত্রীর সব ধরনের ছবি করাই উচিত।”
শ্রাবন্তীর শেষ কোন ছবিটা দেখা হয়েছে রাজীবের? পরিচালক বলেন, “ওর সঙ্গে আমার প্রত্যেকটা ছবিই দেখেছি। ‘মজনু’, ‘বিন্দাস’। ভবিষ্যতে পর্দায় তাঁরা কি এক হবেন আবার? রাজীবের সোজাসাপটা জবাব, “আমার কোনও অসুবিধা নেই। ঠিকঠাক গল্প হলেই রাজি। আমার মনে হয় না ওরও কোনও সমস্যা রয়েছে।”