‘চুমু’তেই চমক! পাহাড়ের কোলে রোম্যান্স, দেব-শুভশ্রীর ‘অসমাপ্ত প্রেম কাহিনি’ নিয়ে ‘ধূমকেতু’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘নয় বছর ধরে মৃত্যু আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি মৃত্যুকে আর ভয়ই পাই না…’ টিজারের ঝলকটাই শুরু হয় দেবের মুখে এক সংলাপের মধ্য দিয়ে। তারপর দৃশ্য যত দ্রুত বদলাতে থাকে, ততই যেন প্রলেপ জমতে থাকে দীর্ঘ নয় বছর ধরে অপেক্ষমান দর্শকদের হৃদয়ে। বহু চর্চিত দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটিকে আরও একবার বড় পর্দায় দেখতে কত কাল না অপেক্ষা করে থাকতে হয়েছে তাঁদের। অবশেষে অপেক্ষার অবসান। সোমবার সকালের একঘেয়েমি কাটিয়ে প্রকাশ্যে এল কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’র টিজার।
বিয়ের সাজে দেব-শুভশ্রী, পাহাড়ের কোলে রোম্যান্স, মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারেই বাজিমাত! বৃদ্ধের ভূমিকায় দেবের ঝলক আগেই প্রকাশ পেয়েছিল, টিজারে এই অবতারে তাঁর সামান্য উপস্থিতিই নজর কাড়ার মতো। অন্য দিকে নিজেদের ভূমিকায় প্রথম ঝলকেই অনবদ্য রুদ্রনীল ঘোষ এবং পরমব্রত চট্টোপাধ্যায়।
১৫ বছর পরে তারকাজুটির পর্দায় প্রত্যাবর্তন এবং ছবি তৈরির ন’বছর পরে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। যতটা উত্তেজনা নির্মাতাদের মধ্যে রয়েছে, তার দ্বিগুণ উন্মাদনার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে অনুরাগীদের মধ্যে। এমনকি উত্তেজিত অভিনেতা অঙ্কুশ হাজরাও। তিনিও তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘ধূমকেতু’র ঝলক। সেই সঙ্গে কুর্নিশ জানিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, দেব, শুভশ্রী-সহ ছবির গোটা টিমকে। অভিনেতার এখনও বিশ্বাস হচ্ছে না এটি প্রায় নয় বছর আগের তৈরি ছবি।