‘গরীবের কান্না শাসকের কানে পৌছয় না’, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ নিয়ে দেবকে কটাক্ষ হিরণের!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: আবার বন্যা। আবারও জলমগ্ন ঘাটাল। এমন পরিস্থিতিতে একটাই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের, ‘কবে কার্যকর হবে ঘাটাল মাস্টারপ্ল্যান?’ গত রবিবার এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। তিনি লেখেন, ‘ফেব্রুয়ারি ২০২৫ থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যানের। ৭৮ কিলোমিটার + ৫২ কিলোমিটার নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ,ব্রিজ ,খাল কাটা,খালের সংস্করণ,কৃত্রিম নদী তৈরি করা,জমি অধিগ্রহণ সবই আছে। যার সময়সীমা কমপক্ষে ৪-৫ বছর।”

ঠিক এর এক দিন পেরোতে না পেরোতেই ধেয়ে এল কটাক্ষ! আর কটাক্ষ করলেন গত লোকসভা ভোটে দেবের প্রতিপক্ষ, বিজেপির খড়্গপুরের (সদর) বিধায়ক, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দুই অভিনেতার সম্পর্কের সমীকরণ কারওই অজানা নয়। এর আগে একে অপরের দিকে নাম না করে কাদা ছোড়াছুড়ি করার উদাহরণ নেহাত কম নয়।

এ বারেও তার অন্যথা হল না। কাকতালীয় ভাবে রবিবারেই ঘাটালের জলভাসি এলাকা পরিদর্শনে এসেছিলেন হিরণ। তার পরেই জলমগ্ন এলাকার ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান দেখে এলাম! একটু বৃষ্টিতে ভয়াবহ বন্যা। নিস্তব্ধতার কফিনে আরেকটি পেরেক। যা দেখলাম, তা কোনও কল্পকাহিনি নয়। হৃদয় বিদারক বাস্তব।’

কারও নাম না করেই শাসকদলকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘সরকার নেই, প্রশাসন নেই। আছে শুধু একগলা জলে হাঁটতে থাকা অসহায় মানুষজন। কোনও নৌকা নেই, কোনও ত্রাণ নেই, নেই কোনও উদ্ধার কর্মসূচি। গরিবের কান্না যেন শাসকের কানে পৌঁছায় না! বাংলা জবাব চায়…’ যদিও এখানে তিনি দেবের নাম না উল্লেখ করলেও অনেকেই অনুমান করেছেন, এই কথাগুলি ছিল সাংসদের উদ্দেশ্যেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *