৫৮ বছর পর…, রেকর্ড গড়েই এজবাস্টনে ‘প্রথম’ জয় শুভমনের ভারতের

এজবাস্টনে কখনও জিততে পারেনি ভারত। শুভমন গিলের নেতৃত্ব দিয়ে সেই অসাধ্যসাধনটাই করল টিম ইন্ডিয়া। একেবারে রেকর্ড তৈরি করেই। এই মাঠে জয় পেতে ৫৮ বছর লেগে গেল ভারতের। এর আগে ৭ বার হার আর ১ বার ড্র। আর এবার? এমন জয় আগে বিদেশের মাটিতে দেখেনি ভারত। এজবাস্টনে এত বড় পায়নি আর কোনও এশিয়ার অধিনায়ক।
৩৩৬ রানের বিশাল জয়ের মহানায়ক অধিনায়ক শুভমন গিল। আরও অনেকেই নায়ক। নায়ক যেমন বুমরাহর পরিবর্তে খেলতে নামা আকাশ দীপ। তেমনই উঠে আসবে ঋষভ পন্থ, জাদেজা থেকে মহম্মদ সিরাজ।
এজবাস্টনে ম্যাচের শেষ দিন ৬০৮ রানের ২৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয়বারে ১৬১ রানের সঙ্গে দারুণ নেতৃত্বে গিলের হাতেই ম্যাচে শেষ ক্যাচটি যাওয়াই যেন ছিল নিয়তি। সেটাও আকাশের বলে। দুই ইনিংস মিলিয়ে যিনি ম্যাচের সেরা বোলার। প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয়বার ৬ উইকেট নিয়ে ৩৩৬ রানের জয়ে ২৮ বছর বয়সী বঙ্গ পেসারকে এজবাস্টন ভুলতে পারবে না। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং গুঁড়িয়ে দেন মহম্মদ সিরাজ। দ্বিতীয়বারে তিনি পান শুধু ১ উইকেট। তবে এবার জ্বলে ওঠেন আকাশ। কেরিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার দিন তার শিকার ৯৯ রানে ৬ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১৮৭ রানে ১০ উইকেট তার।ত বে রেকর্ড বই ওলোটপালট করে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করা ভারত অধিনায়ক গিলের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়ও এটা। এছাড়া দেশের বাইরে রানের হিসেবে সবচেয়ে বড় জয় এটা।
শেষ দিনে ভারতের জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা বাড়িয়েছিল বৃষ্টি। যে কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর শুরু হয় শেষ দিনের খেলা। কিন্তু এরপরই আকাশই দীপ জ্বালালেন। ৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ব্রিটিশরা। পঞ্চম দিনে টানা দুই ওভারে ওলি পোপ আর হ্যারি ব্রুককে ফিরিয়ে শুরুতেই ইংল্যান্ডকে চাপে ফেলেন আকাশ দীপ।
এই ম্যাচ জেতা সম্ভব নয়। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস সেটা বুঝতে পেরেই ম্যাচ বাঁচানোর দিকে মনোনিবেশ করেছিলেন। কিন্তু তার প্রতিরোধ ভেঙে গেছে লাঞ্চের ঠিক আগের বলেই। শেষপর্যন্ত অবশ্য বাজবল খেলা ইংল্যান্ড টিঁকতে পারেনি। প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রানের পাহাড় গড়েছিল। জবাবে ৪০৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৬ উইকেটে ৪২৭ তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শুভমন গিলের দল। পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরাল ভারত।