অভিশপ্ত ৫ জুলাই! ফিরল নেইমারের স্মৃতি, মুসিয়ালার ভয়ঙ্কর চোটে মাঠ জুড়ে কান্না
স্পোর্টস ডেস্ক: অভিশপ্ত ৫ জুলাই! ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ।
এই তারিখেই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে কোমরে মারাত্মক চোট পান নেইমার। কলম্বিয়ার ফুটবলার কামিলো জুনিগা পিছন থেকে লাফিয়ে ব্রাজিল তারকার কোমরে হাঁটু দিয়ে আঘাত করেন। চোট এতটাই গুরুতর ছিল যে, মাঠেই কেঁদে লুটিয়ে পড়েন নেইমার। হেঁটে বেঞ্চেও যেতে পারেননি তিনি। নিয়ে যাওয়া হয়েছিল স্ট্রেচারে। এরপর এক মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। ১১ বছর কেটে গেছে। একই দিনে আবার ভয়ংকর চোটের শিকার হলেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা।
বাঁ পায়ের গোড়ালিতে হাড় ভাঙা ও বেশ কয়েকটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। কাকতালীয়ভাবে নেইমারের সেই দুর্বিষহ স্মৃতির সঙ্গে আরেকটি মিল রয়েছে মুসিয়ালার। নেইমার যখন ওই চোটে পড়েছিলেন, তখন তার বয়স ছিল ২২ বছর। মুসিয়ালার কেরিয়ারে এখনও পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে ভয়ংকর চোটটাও এল সেই ২২ বছর বয়সেই। মুসিয়ালার চোট যে বায়ার্নের জন্য একটি বড় ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই। ক্লাব বিশ্বকাপেও ধাক্কা খেয়েছে বায়ার্ন। রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে দুই লাল কার্ডের উত্তেজনায় বায়ার্ন মিউনিখকে ২–০ গোলে হারিয়েছে পিএসজি। নির্ধারিত সময়ের শেষ ৮ মিনিট ৯ জন নিয়ে খেলেছে পিএসজি। তবে ম্যাচ নয়, আলোচনায় উঠে এসেছে মুসিয়ালার চোটই।
ঘটনা প্রথমার্ধের যোগ করা সময়ে। সতীর্থের বাড়ানো পাস ডি-বক্সে দ্রুত গতিতে ছুটে দখলে নেওয়ার চেষ্টা করেন মুসিয়ালা। ঝাঁপিয়ে পড়ে সেটি গ্লাভসবন্দি করে নেন পিএসজি গোলরক্ষক ডোনারুম্মা। এ সময় বেকায়দায় পড়ে যায় মুসিয়ালার পা। ডোনারুম্মার শরীরে চাপ পড়ে ভেঙে যায় তার বাঁ পায়ের গোড়ালি। ব্যথার তীব্রতায় কান্না করতে করতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী এই জার্মান। তার এমন মারাত্মক চোট সহ্য করতে পারেননি পিএসজি গোলরক্ষকও। তিনিও মাঠে কান্নায় ভেঙে পড়েন। মুসিয়ালার এমন ইনজুরি তাকে কতদিনের জন্য মাঠের বাইরে রাখবে তা পরীক্ষা-নিরীক্ষার আগে স্পষ্ট করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে একদিকে ফ্লুমিনেন্স-চেলসি মুখোমুখি হবে। অন্য লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ- পিএসজি।