সেই নস্টালজিয়া! ‘গানমাস্টার জি৯’-এ ফিরছে সুপারহিট জুটি ইমরান-হিমেশ, পরিচালনায় কে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সে এক সময় ছিল! অটোতে বাজত ‘আশিক বানায়া আপনে’, মোবাইল রিংটোনে ‘ঝালক দিখলাজা’। কলেজ ক্যান্টিন থেকে শুরু করে পাড়ার মোড়, সর্বত্রই হিমেশের সুর। আর ইমরান মানেই ছিল ভরপুর রোমান্স আর থ্রিলারের মেলবন্দন। এবার সেই ২০০০-এর মিউজিক-থ্রিলারের ম্যাজিক নিয়ে বড় পর্দায় ফিরছে সেই বিখ্যাত জুটি—ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। পরিচালনায় ‘আশিক বানায়া আপনে’ খ্যাত আদিত্য দত্ত।

সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে দেখা যায়, এক অজানা হাত দুধের বালতি থেকে বন্দুক টেনে তোলে, আর ইমরানের ভয়েসওভারে শোনা যায়—”পরিবারকে ভুল করে স্পর্শ করলে ফল ভাল হবে না, কারণ সে ‘ধন্ধে সে দুধওয়ালা, বান্দা বারুদওয়ালা।'”

আরও একটি ঝলকে জেনেলিয়া দেশমুখ ধরা দেন ছুরি হাতে। স্পষ্ট জানিয়ে দিচ্ছেন—”গৃহবধূ মানেই যে নরম, তা নয়। দরকার পড়লে রক্ত গরম করতেও জানে।” অপারশক্তি খুরানার সংলাপে নিজের চরিত্রের পরিচয়— হাতে বোমা, আর সে নিজেও যেন বোমার মতোই বিস্ফোরক।

এই তিনটি টিজারেই স্পষ্ট, শুধু থ্রিল নয়, এই সিনেমার প্রতিটি মুহূর্ত যেন একটা নস্টালজিয়ার টান। হিমেশের মিউজিক, ইমরানের স্টাইল, আদিত্যর পরিচালনা—সব মিলে ফিরছে সেই সুপারহিট কম্বো, যা এক সময় বলিউডে রাজ করেছে। এই ছবিটির প্রযোজনা করছেন দীপক মুকুট, হুনার মুকুট, এবং সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট।

‘গানমাস্টার জি-৯’ নামটি ১৯৭৯ সালের মিঠুন চক্রবর্তীর ক্লাসিক ছবি ‘সুরক্ষা’কে মনে করিয়ে দেয়, যেখানে মিঠুনের চরিত্রটির কোডনেম ছিল ‘গানমাস্টার জি-৯’। পরিচালক আদিত্য দত্তের জন্য এই ছবিটি যেন এক ‘ফুল সার্কেল মোমেন্ট’, কারণ তিনি এর আগেও ইমরান ও হিমেশকে নিয়ে ‘আশিক বানায়া আপনে’ বানিয়েছিলেন। অগস্ট-পরবর্তী সময়ে মুম্বইয়ে শুটিং শুরু, তারপর উত্তরাখণ্ড। ২০২৬ সালে প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা, আর তার আগেই সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস—’ইমরান-হিমেশ একসঙ্গে? এটা তো ২০০০ সালের নস্টালজিয়ার প্রত্যাবর্তন!’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *