দেড় মাসে ১৬ কেজি কম! ডায়েট, শরীরচর্চা ছাড়াই কীভাবে অসাধ্য সাধন ‘জেঠালাল’-এর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নাম দিলীপ জোশি। তবে আট থেকে আশি, অনুরাগীদের সিংহভাগের কাছেই তিনি পরিচিত ‘জেঠালাল’ নামে। হ্যাঁ, জনপ্রিয় শো ‘তরক মেহতা কা উল্টা চশমা’র নিয়মিত দর্শক যাঁরা, তাঁরা দিব্যি একনামে চিনে নেবেন অভিনেতাকে। হাসিখুশি চেহারা, মজাদার অভিব্যক্তি এবং পর্দায় তাঁর সংলাপ বলার ধরনের জেরেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বেশ ভোজনরসিক চরিত্র জেঠালাল। তবে বাস্তবের দিলীপ জোশি যা করেছিলেন, তা যথেষ্ট অনুপ্রেরণার যোগ্য।

কোনও জিম নয়, নেই কোনও কঠোর ডায়েট, তবুও মাত্র দেড় মাসে ১৬ কেজি ওজন কমিয়েছিলেন এই ৫৭ বছর বয়সি অভিনেতা। কিন্তু কীভাবে? সম্প্রতি চর্চায় উঠে এসেছে তাঁর ২০২৩ সালের একটি সাক্ষাৎকার যেখানে তিনি খোলসা করেছিলেন, কীভাবে মেদ ঝরিয়ে ছিমছিমে হয়ে উঠেছিলেন, তাও মাত্র দেড় মাসের মধ্যে।

কাজ থেকে ফিরে শরীরচর্চার কথা শুনলেই অলসতা ঘিরে ধরে? প্রতিদিনের কাজের ফাঁকেও নিজের জন্য সময় বের করে নিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমি প্রতিদিন অফিস থেকে ফিরে প্রতিদিন মেরিন ড্রাইভে দৌড় দিতাম। প্রতিদিন ৪৫ মিনিট করে জগিং করতাম। মাত্র দেড় মাসের মধ্যেই ১৬ কেজি ওজন কমিয়েছিলাম।” যদিও এই সবকিছুর নেপথ্যে একটি বিশেষ কারণ ছিল। ১৯৯২ সালে মুক্তি পাওয়া তাঁর গুজরাতি ছবির একটি চরিত্রের জন্য নিজেকে গড়েপিঠে নিচ্ছিলেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *